করোনা কালে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের মিনি মার্কেটে চায়ের আড্ডা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন
1 min readকরোনা কালে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের মিনি মার্কেটে চায়ের আড্ডা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই চলছে মহামারী করোনার প্রভাব। যার ফলে এই প্রত্যেকটি ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের সংকট। আর এই গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের মিনি মার্কেটে চায়ের আড্ডা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।প্রসঙ্গত মেদিনীপুর শহরের মিনি মার্কেটে চায়ের আড্ডা এবছর তাদের ৭ম বছর পা দিল।
তাই জন্মদিনে এক মহতী সেবামূলক কাজের আয়োজন করল ক্লাব কর্তৃপক্ষ।এই দিন সংগঠনের পক্ষ থেকে শতাব্দি লজে কভিদ প্রটোকল মেনে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান, চায়ের আড্ডা ক্লাবের সদস্য জানান।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো,
এডিশনাল এসপি অম্লান কুসুম ঘোষ, ব্লাড ডোনার্স চেয়ারম্যান অসীম ধর, জয়ন্ত মুখার্জী, কেশপুর ব্লক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স সম্পাদক ফারুক মল্লিক, সদস্য মুস্তাফিজুর রহমান, নারায়নগড় ব্লক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক ডাক্তার জগদিশ মাইতি সহ অন্যান্যরা।