কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে শহরে কোভিড সংক্রামিত পরিবারের জন্য দুপুরের খাবার দেবার কর্মসূচি শুরু হল
1 min readকালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে শহরে কোভিড সংক্রামিত পরিবারের জন্য দুপুরের খাবার দেবার কর্মসূচি শুরু হল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২মে-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে শহরের কোভিড সংক্রামিতদের দুপুরের খাবার দায়িত্ব তুলে নিল লায়ন্স ক্লাবের সদস্যরা। কালিয়াগঞ্জ পৌর শহরের কোভিড সংক্রামিতদের বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেবার দায়িত্ব ক্লাবের সদস্যরা নেওয়ায় শহরের বিশিষ্ট ব্যক্তিরা লায়ন্স ক্লাবের এই ধরনের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি দেবব্রত কর এক সাক্ষাৎকারে বলেন তাদের লায়ন্স ক্লাবের সদস্যরা প্রত্যেকেই এই কর্মসূচিতে যুক্ত হয়ে দিন রাত পরিশ্রম করে চলেছে।কালিয়াগঞ্জ শহরে প্রতিদিন করোনা সংক্রামিতদের সংখ্যা উর্ধমুখী।
কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যুগ্ম প্রোগ্রাম চেয়ারম্যান বিনোদ লোহিয়া বলেন প্রথমত দুপুরে এই খাবার দেবার কর্মসূচি নেওয়া হয়েছে।প্রয়োজনে রাতের বেলাতেও আমরা প্রতিটি কোভিড সংক্রামিতদের বাড়িতে তা পৌঁছে দেবার ব্যবস্থ্যা করবো।
কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক পার্থ দে বলেন লায়ন্স ক্লাব প্রতিদিন বিভিন্ন সমাজ সেবা কাজের সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত।আমাদের প্রধান কাজ লায়ন্স ক্লাবের নিজস্ব চক্ষু হাসপাতাল নিয়ে।এ ছাড়াও কোভিড আক্রান্তদের পাশে আমরা বিনা পয়সায় অক্সিজেন দিয়ে থাকি।
তিনি বলেন এ ছাড়াও আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কোভিড আক্রান্তদের জন্য অন লাইনের মাধ্যমে ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কোভিড আক্রান্তদের পরামর্শ দেওয়া হযে থাকে। সেই পরামর্শ মত কোভিড আক্রান্তদের আমরা প্রয়োজনীয় ঔষুধপত্র বিনা পয়সায় দেবার ব্যবস্থ্যা করে থাকি।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের মাধ্যমে কোভিড আক্রান্তদের দুপুরে কি কি খাবার দেওয়া হয় এক প্রশ্নের উত্তরে লায়ন্স ক্লাব সদস্য প্রকাশ কুন্ডু বলেন তারা প্রতিদিন নিরামিষ খাবারের মধ্যে ডাল দুই থেকে তিন রকমের সব্জি,পনিরের তরকারি,আলু পটলের ডালনা এবং একটি করে গোল্লা দিয়ে থাকি। আগামী কাল রবিবার আমিষ খাবার পৌঁছে দেওয়া হবে।লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য বলেন তারা গতকাল শুক্রবার প্রথমে বিনাব্যায়ে পাঁচজন দিয়ে খাবার দেবার কর্মসূচি শুরু করলেও বর্তমানে ৩৫ জনের সংখ্যায় তা দাঁড়িয়েছে বলে জানান।লায়ন্স বিজু চন্দক বলেন কোভিড যতদিন চলবে আমাদের বিনাব্যায়ে খাবার দেবার এই কর্মসূচি চলতেই থাকবে বলে জানান।