কালিয়াগঞ্জ পৌর সভায় হকারের নাম করে তৃণমূলের দলীয় ক্যাডাররা পয়সার বিনিময়ে টিকার স্লিপ বিক্রয়ের বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক-
1 min readকালিয়াগঞ্জ পৌর সভায় হকারের নাম করে তৃণমূলের দলীয় ক্যাডাররা পয়সার বিনিময়ে টিকার স্লিপ বিক্রয়ের বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক সৌমেন রায় শুক্রবার একটি বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল দলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে।বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জ পৌর সভা যেহেতু তৃণমূল দলের প্রসাশক মন্ডলীর সদস্যরা চালিয়ে থাকেন তাই তারা সেখান থেকে হকারদের আড়ালে তাদেরই দলীয় ক্যাডারদের টাকার
বিনিময়ে করোনার ভ্যাকসিন নেবার স্লিপ বিক্রি করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন।বিধায়ক সৌমেন রায় বলেন তৃণমূলের সদস্যরা কোন ভাবেই কাট মানির অভ্যাস ছাড়তে পারছেনা তাদের দলের সুপ্রিমোর আবেদন স্বত্বেও।
কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক সৌমেন রাএয় বলেন এপ্ৰকৃত হকারের সংখ্যা কালিয়াগঞ্জ শহরে প্রচুর সংখক রয়েছে।যারা সকালে সব্জির ব্যবসা করছে তাদের দেবার ব্যবস্থ্যা করুক তৃণমূলদল।আমাদের কোন আপত্তি নেই।কিন্তু হকারের নাম করে পয়সার বিনিময়ে শিকার স্লিপ বিক্রি হবে তা কোন ভাবেই হতে দেবনা।তাই আগামী কাল শনিবার কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিডিও র কাছে ডেপুটেশন দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে।
এর পরেও যদি তা বন্ধ না করে তাহলে দুই তিন দিনের মধ্যেই তিনি কালিয়াগঞ্জ পৌর সভার সামনে তিনি বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হবেন বলে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক দৌমেন রায় সাংবাদিকদের জানান।