January 11, 2025

শুভজ‍্যোতি রায়ের করোনা ধাঁধা

1 min read

শুভজ‍্যোতি রায়ের করোনা ধাঁধা

করোনা আবহে বিশ্বজুড়ে মানুষ এখন গৃহবন্দি। অস্তিত্ব সংকটে শঙ্কিত।দীর্ঘসময় গৃহবন্দি থাকা আর মৃত্যুর মিছিল প্রত্যক্ষ করতে গিয়ে মানসিক স্থিতি হারাচ্ছেন।শব্দছক নির্মাণে রেকর্ড সৃষ্টিকারী যুবক শুভজ্যোতি রায় দিয়েছেন মুস্কিল আসনের খোঁজ।সমাজ মাধ্যমে দিয়েছেন একটি ধাঁধা। বিষয় সাম্প্রতিক করোনা প্রতিরোধ সচেতনা।নেতিবাচক চিন্তা থেকে সরে এসে ধাঁধার সূত্র উন্মোচনে নিজেকে ব্যস্ত রাখুন।নিজের

বুদ্ধি নিজে প্রয়োগ করে সফল হন। বাড়ান আত্মবিশ্বাস।ফেলুদার মগজাস্ত্র প্রয়োগের পরামর্শ মেনে ধাঁধার জগতে প্রবেশ করুন।বিশ্বে প্রায় সাড়ে চারহাজার বছর আগে সম্ভবত বাগদাদে প্রথম ধাঁধার প্রচলন হয়। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস থেকে রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পে রয়েছে ধাঁধার কথা। বাঙলি সত্যান্বেষী ব্যোমকেশ কিংবা সখের গোয়েন্দা ফেলু মিত্তির পর্যন্ত মগজে শান দিয়েছেন ধাঁধার সূত্র উদ্ধারে। খেলার ছলে মানসিক স্থিতি বজায় রাখতে ধাঁধার টোটকা উপহার দেওয়ার জন্য শুভজ্যোতি রায়ের প্রশংসা প্রাপ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *