জানেন কি সমাজ সেবা করবার জন্য বিধায়ক বা মন্ত্রী হবার জন্য কেন এত দৌড়াদৌড়ি,তবে জেনে নিন
1 min readজানেন কি সমাজ সেবা করবার জন্য বিধায়ক বা মন্ত্রী হবার জন্য কেন এত দৌড়াদৌড়ি,তবে জেনে নিন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১মে:আজকাল সমাজ সেবা করবার জন্য প্রতিযোগিতার দৌড়ে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়।বিধায়ক,এম পি বা মন্ত্রী না হলে সমাজ সেবার ছাড়পত্র নাকি পাওয়া যায়না।আসলে সেটা সত্যি কথা নয়।একজন বিধায়ক বা মন্ত্রী হলে সমাজ সেবা করি বা না করি সরকারি নিয়ম অনুসারে তারা কত বেতন বা ভাতা পায়
একবার জেনে নিলে আপনাদের বুঝতে অসুবিধা।হবে না কিসের জন্য সমাজ সেবার এত ইচ্ছা বা নেশা।এবার দেখুন আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রীর বেতন কত?রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল বেতন-২৭,০০১ টাকা তার সাথে মহার্ঘ ভাতা পান-৯০,০০০ টাকা।অর্থাৎ মোট বেতন-১,১৭,০০১ টাকা।একজন পূর্ন মন্ত্রীর মূল বেতন-২২,০০০টাকা এবং মহার্ঘ ভাতা-৯০,০০০।অর্থাৎ মোট-১,১২,০০০টাকা।এবার একজন প্রতিমন্ত্রী কত বেতন পায় জেনে নিন।একজন প্রতিমন্ত্রীর মূল বেতন ২১,৯০০ টাকা এবং মহার্ঘ ভাতা ৯০,০০০টাকা ।
অর্থাৎ মোট বেতন পান-১,১১,৯০০ টাকা। এবার দেখুন একজন সাধারন বিধায়ক বেতন পান কত টাকা?একজন বিধায়কের মূল বেতন-২১,৮৭০টাকা এবং মহার্ঘ ভাতা পান-৬০,০০০ টাকা।অর্থাৎ বিধায়ক মোট বেতন পান-৮১,৮৭০ টাকা।
এ ছাড়াও স্টান্ডিং কমিটির প্ৰতি মিটিংয়ের জন্য পান ২০০০হাজার টাকা করে।অধিকাংশ মানুষের দাবি যারা সমাজের সেবা করবার জন্য নিজেকে উজাড় করে দিতে চান তাদের পেছনে এত অর্থ ব্যয় জরে কেন হবে?তাদের বেতন মাসে মাত্র ২৫০০০হাজার টাকা করে দেওয়া হোক।তাদের থেকে যে অর্থ বাঁচবে সেই অর্থ রাজ্যের বিধবা ভাতা ১০০০ থেকে বাড়িযে ৫,০০০হাজার,রাজ্যের প্রতিবন্ধী ভাতা ১০০০টাকা থেকে বেরিয়ে ৫,০০০হাজার এবং পৌর সভায় যে সমস্ত মহিলা স্বাস্থ্য কর্মীদের অত্যন্ত নাম মাত্র টাকা দিয়ে গরুর মত খাটিয়ে নেওয়া হয় তাদের প্রত্যেককে যা পাচ্ছে তার সাথে ৫,০০০,হাজার টাকা এবং আশা কর্মীদের যে বেতন আছে তার সাথে ৫,০০০হাজস্র টাকা দেবার ব্যবস্থ্যা করা হোক।আমাদের রাজ্যের সমাজ সেবী বিধায়ক,মন্ত্রীরা কি একমত হবেন।যদি আপনারা একমত হন তবেই বুঝতে পারতাম।প্ৰকৃত সমাজ সেবী আপনারা।