বিধান সভা নির্বাচনে কালিয়াগঞ্জে নোটায় -২,১৩৪টি ভোট
1 min readবিধান সভা নির্বাচনে কালিয়াগঞ্জে নোটায় -২,১৩৪টি ভোট
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৫ মে:এবারের বিধান সভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৩৪ নম্বর (তপ) বিধান সভা কেন্দ্রে কোন প্রার্থী জনতা জনতা জনার্দনের পছন্দ না হওয়ায় ২ হাজার ১৩৪ জন ভোটার নোটায় ভোট দিয়েছে বলে জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা যায়।এবারের অনেক নুতন ভোটার দের কথায় জানা যায় কোথায় ভোট দেব? আমাদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কত বেকার ছেলে যাদের যোগ্যতা থাকতেও চাকরি পাচ্ছেনা।আবার যারা চাকরি পাচ্ছে তাদের যোগ্যতা না থাকলেও হবে। টাকা থাকলেই চাকরি হচ্ছে। তাই অনেক দাদা দিদির মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ স্বরূপ ভোট দিতে গিয়েও
ভোটের ইভিএম এ প্রতিবাদ করে এসেছি।যে কোন ছোট খাটো চাকরির জন্যও টাকা দিতে হয়।তাছাড়া এস এস সি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে,পি এস সি উঠিয়ে দেওয়া হয়েছে।কোন জেলায় আজ পর্যন্ত কোন শিল্প কারখানা নেই।যাকে ভোট দেব তারতো কোন ক্ষমতায় নেই।
তাই যখন বিধায়ক হয়েও যখন ধর লক্ষণ হয়ে থাকবে।যাকে আমি ভোট দেব তার পাঁচ বছরের জন্য আমার ভোটে চাকরি হবে।প্রতিমাসে বেতন,যাতায়াত করতে লাগবেনা কোন অর্থকরী,বিধান সভার চিফ ক্যান্টিনে সরকারি সাবসিডিতে অল্প টাকায় দুপুরের আহার এসব সুযোগ একজন বিধায়ক পাবেন।
আর যারা বেকার যুবক তারা শুধু পাঁচ বছর পর পর ভোট দিয়ে চাকরির বয়স শেষ করে বাড়িতে বাবা মার লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হবে।তাই শুধু আমরা কালিয়াগঞ্জ যুবকরাই ভোট নোটায় দিয়েছি তা নয়।উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধান সভা ক্ষেত্রেই আমাদের কালিয়াগঞ্জের মতই প্রার্থী এবং সরকারের বেকারদের নিয়ে পরিকল্পনা না থাকায় ১৭হাজারের অধিক ভোটার এবার নোটা তেই ভোট দিয়েছে প্রতিবাদ স্বরূপ।