রাত পোহালেই ভোট গণনা কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক
1 min readরাত পোহালেই ভোট গণনা কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১মে: রাত পোহালেই সারা রাজ্যে বেজে উঠবে ভোট গননার সেই উৎসব।তাই ভোট গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমর্থকদের মধ্যে কোন ভাবেই অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখেই কালিয়াগঞ্জ থানার আই সির ডাকে একটি রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়।কালিয়াগঞ্জ শহর অত্যন্ত শান্তিপ্রিয় শহর।
তাই এই শহরের ঐতিহ্য যাতে সবদিক দিয়ে বজায় থাকে সব রাজনৈতিক প্রতিনিধিদের তাই কালিয়াগঞ্জ খানার আই সি দেবাঞ্জন দাস বিশেষভাবে আবেদন রাখেন।উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা
আই সি দেবাঞ্জন দাসের আহ্বানে একমত পোষন করেন।শনিবারের কালিয়াগঞ্জ থানার বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস দলের পক্ষে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে সভাপতি কমল ঘোষ,ব্লক সভাপতি নিতাই বৈশ্য,বিজেপি দলের পক্ষে শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,বিজেপির আইনজীবী সেলের অমিত সাহা, বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভার মহা সচিব অমিত সাহা, সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেসের পক্ষে সুজিৎ দত্ত ও সিপিআইএম দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধুরী, নির্দল প্রার্থী সুধীর সরকার সহ বেশ কয়েকজন বিভিন্ন দলের প্রতিনিধিগন।