করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় ডি এম, এস পি, সি এম ও এইচ
1 min readকরোনার বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় ডি এম, এস পি, সি এম ও এইচ
তুহিন শুভ্র মন্ডল করোনার দ্বিতীয় ঢেউতে সংক্রমণ বাড়ছে। তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন, দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি।গতকালই ই প্রেস মিট করে দক্ষিণ দিনাজপুর জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে দুটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, সি সি ইউ বেডের সংখ্যা বৃদ্ধি এবং সেফ হোমের কথা জানিয়েছেন।
আজ বালুরঘাটের প্রাইভেট বাসস্ট্যান্ড চত্বরে করোনার বিরুদ্ধে লড়তে সচেতনতা অভিযানে নামলেন জেলাশাসক সি. মুরুগান, জেলাআরক্ষাধীক্ষক দেবর্ষী দত্ত এবং জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকমার দে।আজ পথচলতি জনগণকে সচেতন করেন তারা। মাস্ক কি করে পড়বেন সেটা ব্যাখ্যা করা হয়। এবং মাস্ক বিলিও করা হয়।জেলাশাসক সি.মুরুগান বলেন ‘করোনার বিরুদ্ধে লড়াইতে জনসাধারণকে সচেতন করতেই এই অভিযান’।জেলা আরক্ষাধীক্ষক দেবর্ষী দত্ত জানান’ রাস্তায় বেরোলেই মাস্ক পরতে হবে। মাস্ক না পরার জন্য আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে জানান ‘এর সাথে সাথেই আমরা প্রতিটি ক্লাব,স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুরোধ করছি তারা যেন এগিয়ে এসে সচেতনতার বার্তা যতদূর পারবে যেন ছড়িয়ে দেয়।’আজকের করোনার বিরুদ্ধে সচেতনতা অভিযানে এছাড়াও ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির পক্ষ থেকে সচেতনতার বার্তা প্রদানকারী একটা টোটোও ক্রমাগত শহর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে চলেছে।