ভোট গণনা কেন্দ্রে প্রবেশের জন্য কাউন্টিং এজেন্টদের লালা রস পরীক্ষা চলছে কালিয়াগঞ্জ এস জি হাসপাতালে-
1 min readভোট গণনা কেন্দ্রে প্রবেশের জন্য কাউন্টিং এজেন্টদের লালা রস পরীক্ষা চলছে কালিয়াগঞ্জ এস জি হাসপাতালে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯,এপ্রিল:আগামী ২রা মে সারা রাজ্যে ভোট গণনার প্রস্তুতি চলছে।নির্বাচন কমিশনের করা নির্দেশের কারনে এবার যারা বিভিন্ন দলের পক্ষে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট হিসাবে কাজ করবে তাদের প্রত্যেককে করোনার লালা রস পরীক্ষা বাধ্যতামূলক।লালা রস পরীক্ষার পর যাদের রেসাল্ট নেগেটিভ একমাত্র তারাই ভোট গণনা কেন্দ্রে
প্রবেশের অধিকার পাবে।বৃহস্পতিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কালিয়াগঞ্জের বিভিন্ন রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের করোনার লালা রস নেওয়ার কাজ চলছে বলে জানা যায়।আগামী ২রা মে যে সমস্ত কাউন্টিং
এজেন্টরা নেগেটিভ রেসাল্ট পাবে একমাত্র তারাই নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে ভোট গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবে বলে জানা যায়।ফলে কালিয়াগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা বর্তমানে প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে
সময় কাটাচ্ছে বলে জানা যায়।বৃহস্পতিবার দকাল থেকে চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের ভাগ্য পরীক্ষা।এর ফলে একদিকে যেমন কাউন্টিং এজেন্টরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে ঠিক একই রকমভাবে বিভিন্ন দলের প্রাথীরা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা যায়।