যুদ্ধকালীন তৎপরতায় কালিয়াগঞ্জ শহরে সর্বত্র চলছে শহর স্যানিটাইজারের কাজ,মাস্ক না পরায় গ্রেপ্তার-১৫ জন
1 min readযুদ্ধকালীন তৎপরতায় কালিয়াগঞ্জ শহরে সর্বত্র চলছে শহর স্যানিটাইজারের কাজ,মাস্ক না পরায় গ্রেপ্তার-১৫ জন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮,এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিরোধ করবার উদ্দেশ্যে বুধবার কালিয়াগঞ্জ ফায়ারব্রিগেডের গাড়ি করে শহরের মহেন্দ্রগঞ্জ বাজার,কালিয়াগঞ্জ পৌর বাজার সহ শহরের সমস্ত রাস্তাঘাটে জোড়বকদমে স্যানিটাইজারের কাজ শুরু হল।শুধু তাই নয় মাস্ক না পড়ার অপরাধে শহর থেকে ১৫জনকে গ্রেপ্তার করলো কালিয়াগঞ্জ থানার পুলিশ।।কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে প্রতিদিন শহরের সর্বত্র মাইকের মাধ্যমে সচেতনতার কাজ জোর কদমে চলছে বলে
কালিয়াগঞ্জ থানার আই সি ডি দাস জানান।অপর দিকে কালিয়াগঞ্জ পৌর সভা যুদ্ধকালীন তৎপরতার সাথে কালিয়াগঞ্জ পৌর প্রশাসকের উপস্থিতিতে করোনা প্রতিরোধ সংক্রান্ত আলোচনার জন্য একটি বৈঠক করে।বৈঠকে সিধান্ত হয় কালিয়াগঞ্জের সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলি বন্ধ করতে নির্দেশ জারি,স্থানীয় অনুষ্ঠান ভবন সহ কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতন বন্ধ করে
দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচীন্দ্র নাথ সিংহ রায় বলেন পৌর সভায় একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে।জানা যায় এই কন্ট্রোল রুম থেকে চিকিৎসকদের নির্দেশের উপর ভিত্তি করে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে করোনা সংক্রামিত রোগীদের জন্য।তিনি বলেন এসব ছাড়াও প্রতিদিন করোনা আক্রান্তদের বাড়ি সহ ব্যাঙ্ক,স্থানীয় বাসস্ট্যান্ড এবং বাজারঘাট প্রতিদিন স্যানেটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পৌর প্রসাশক জানান।
।এদিকে করোনার বার বাড়ন্তের কারনে কালিয়াগঞ্জ মারওয়ারী যুব মঞ্চ এবং কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দিন রাত মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।এদিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রথম ডোজের টিকা শেষ হবার কারনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায় যাদের দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে এই কদিন শুধু তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে বলে জানা যায়।
কালিয়াগঞ্জ পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরী বলেন করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বুধবার পর্যন্ত কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ টি ওয়ার্ডে মোট ৪৪ জন আক্রান্ত হলেও মৃত্যুর কোন খবর এখনো পর্যন্ত নেই।