January 12, 2025

এক নজরে আজকের ভোট

1 min read

এক নজরে আজকের ভোট

আজ সকাল ৯ টা পর্যন্ত- ১৭.৯৫
দক্ষিণ দিনাজপুর-১৮.৭০
মালদা -১৮.৮৪
মুর্শিদাবাদ -১৯.৫৪
দক্ষিণ কলকাতা -১৩.০৯
পশ্চিম বর্ধমান ১৭.০৭

কলকাতা পোর্ট বিধানসভার 258,256,257/তিনটে বুথে বিজেপির এজেন্ট কে বসতে দিলেন না তৃণমূলে কর্মীরা।

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার গোবিন্দপুর এলাকায় 42/191 বুথে সকাল থেকেই ইভিএম খারাপ চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।তাদের অভিযোগ বারবার তাদের মেশিন খারাপ হচ্ছে

সপ্তম দফা ভোট আজ সকাল থেকেই শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা কেন্দ্রে। সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বুথে বুথে লম্বা লাইন। কোভি ড পরিস্থিতিকে সামনে রেখে সাধারণ ভোটারদের দেখা গেল সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ভোট দিতে। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বুথে বুথে দেখা গেল ভোটারদেরকে ভোট শুরুর আগে একদিকে যেমন তাদের থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে অন্যদিকে ভোট শুরুর আগে ভোটারদেরকে দেওয়া হচ্ছে হ্যান্ড গ্লাভস আর বুথে ভোট দেওয়ার আগে তাদের হাতে সেনটাইজ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন অব্দি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রায় এক ঘন্টা হয়ে গেল কোন জায়গা থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে প্রতিটি বুথ।

ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জখম দম্পতিকে আনা হয়েছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। চাঁচল বিধানসভার 143 নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

৪৩হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের ৪৩/৯৩বুথে জাইতন বুথে সকাল থেকে ইভিইম মেশিন খারাপ থাকার জন্য ভোট গ্রহন বন্ধ রয়েছে।

ফারাক্কার 56 নম্বর বুথে ভোট দান কেন্দ্র থেকে ভোট দিয়ে এসে শিশু পদ মন্ডল মৃত্যু হয়। ছেলে রাজপতি মন্ডল জানান, ৮২ বছর বয়স হয়েছিল বাবার তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না।

মালতীপুর বিধানসভার ১৮৮ নাম্বার বুথের পাশে তৃণমুল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের অভিযোগ৷
ঘটনায় চাঞ্চল্য মালতীপুর বিধানসভার যদুপুর এলাকায়। ভোটাররা সাময়িক ভোটের লাইনে যাওয়া বন্দ করে দেন। পরবর্তীতে এলাকার নেতৃত্ব ঘটনার জন্য ইলেকশন কমিশনে অভিযোগ জানানোর আশ্বাস দিলে ফের শুরু হয় ভোটের লাইনে যাওয়া। তৃণমুল সমর্থকদের দাবী শান্তি পুর্ন ভোটদানের ব্যবস্থা করতে হবে।

৪৩হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের ৪৩/৯৩বুথে জাইতন বুথে সকাল থেকে ইভিইম মেশিন খারাপ থাকার জন্য ভোট গ্রহন বন্ধ রয়েছে।

212 নম্বর বুথে হাড়িভাঙ্গা বুতে ভোট দিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শংকর ঘোষl কমিশনের করণা বিধির কথা মাথায় রাখা এবং যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন তিনিl এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান তিনিl বাংলায় এবার পরিবর্তন হচ্ছে এমনটাই দাবি করেন পাশাপাশি তিনি ও মুর্শিদাবাদ কেন্দ্র জিতবেন বলে আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থীl প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি একমাত্র গিয়েছিলl

রাসবিহারী কেন্দ্রের ক্যান্ডিডেট সুব্রত সাহার পোলিং এজেন্ট বসতে না দেওয়ায় 82 নম্বর বুথের তিনি নিজে গিয়ে বসিয়ে দিলেন পোলিং এজেন্টকে টিএমসির বিরুদ্ধে অভিযোগ।

ফরাক্কা বিধানসভার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের ২১৭ এবং ২১৮ নম্বর বুথে তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম।

৪৩হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের ৪৩/৯৩বুথে জাইতন বুথে সকাল থেকে ইভিইম মেশিন খারাপ থাকার জন্য ভোট গ্রহন বন্ধ রয়েছে।

সুতি র নির্দল প্রার্থীকে বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ ঠিক নয় জানালো কমিশন।

পুনর্বাসন না পেলে ভোট বয়কট এর দাবি হরিশপুর গ্রামের বাসিন্দাদের চৌদ্দই জুলাই দুই হাজার কুড়ি সালে প্রথম ধসের কবলে পড়ে হরিশপুর গ্রামের বাসিন্দারা তারপরে নেতা থেকে শুরু করে এসিএল কর্তৃপক্ষের কাছে বারংবার দাবি জানিয়ে কোনো সুরাহা হয় নি তাই আজ বাধ্য হয়ে তারা ভোট বয়কট এর ডাক দেন

ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। যখম দম্পতিকে আনা হয়েছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। চাঁচল বিধানসভার 143 নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।

নির্বাচন কমিশনে ফের ফোন ।তৃণমূলের তরফ থেকে অভিযোগ রাসবিহারী সহ একাধিক জায়গায় দেবাশীষ কুমার ও কে ঢুকতে বাধা । এডিজি আইন শৃঙ্খলা কে নির্দেশ এই ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয় ।ঘটনা খতিয়ে দেখার নির্দেশ কমিশনের

নিজের বুথে ভোট দিলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস। ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার ১৬০ নম্বর চেঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন তিনি।

গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাস ভোট দিতে ঢুকে ইভিএম মেশিন এর সামনে আলো কম রয়েছে বলে অভিযোগ জানান প্রিসাইডিং অফিসার কে।

তারপরই ভোট দিয়ে বাইরে বের হয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন তিনি খুশি ।

দূর্গাপুর পুর্ব গেন্দের বিজেপি প্রার্থী কর্নেল দীপবংশ চৌধুরী গুরুতর অভিযোগ করলেন গোপালপুর পঞ্চায়েতের বাঁশকোপা গ্রামের 252 ও 252A নাম্বারে252 বুথের প্রিজাইডিং অফিসার গতকাল রাত্রে স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে মদ্য পান করছিলেন যার বুথের মধ্যে থাকার কথা তিনি কি করে রাতে বাইরে বেরিয়ে মদ্য পান করছিলেন অবিলম্বে তাকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে ভিডিও পাঠিয়ে অভিযোগ করেছেন পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী

মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার 61 নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট দের বসতে না দেয়ার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার প্রার্থী ফিরোজা বেগম

লালগোলায় ৫০ নং বুথে সিপিএম ও কংগ্রেস কর্মীরা ভোটারদের সরাসরি প্রভাবিত করছে বলে অভিযোগ তৃণমূলের। সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকরা তৃনমূলকে ভোট না দিতে প্ররোচিত করছে বলে অভিযোগ তৃণমূলের।

জামুরিয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারির ১৪০ ও ১৪১
নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কেন্দ্রূয় বাহিনী রাস্তায় মাঝ থেকে সরিয়ে দেয়এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃনমুল নেতা বিনোদ নুনিয়াকে সরিয়ে দিতে গেলে বচসা এবং উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে মাস্কের মধ্যে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। গুধিয়া মাঝেরপাড়া গ্রামের ২৩৮ নম্বর বুথের ঘটনা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মাস্কের ভিতরে টাকা দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। তাঁকে ঘিরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে মাস্ক বিলির কথা মানলেও, টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।

রানীনগরে কোন গাড়ি ভাংচুর হয়নি জানাল কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *