January 12, 2025

‘‌পা সেরে গেছে, বাড়ি ফিরেই প্লাস্টার কাটাব’‌, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

1 min read

‘‌পা সেরে গেছে, বাড়ি ফিরেই প্লাস্টার কাটাব’‌, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পা সেরে গিয়েছে। এবার কলকাতায় ফিরেই পায়ের প্লাস্টার কাটাবেন তিনি, জানালেন মুখ্যমন্ত্রী। প্রায় গত দেজেলাড় মাস ধরেই পায়ে প্লাস্টার নিয়ে হইলচেয়ারেই রাজ্যের জেলায় জেলায় ঘুরে জনসভা করছেন মমতা ব্যানার্জি। তার উপর কোভিড পরিস্থিতি। তা সামলাতে গিয়ে পায়ের প্লাস্টার কাটা হচ্ছে না, বললেন তিনি।রবিবার মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদনে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘‌পায়ে চোট নিয়েই গত দেড় মাস ধরে জেলায় জেলায় ঘুরে প্রচার করছি। এখন হয়ত পা ভাল হয়ে গিয়েছে।

কিন্তু আমি বাড়িই ফিরতে পারছি না। তাই প্লাস্টারও কাটা হচ্ছে না। টানা দশ দিন বাড়ির বাইরে রয়েছি। এবার বাড়ি ফিরেই এই প্লাস্টার কাটাব।’‌কোভিডের বাড়বাড়ন্তে বড় জনসমাবেশ বাতিল করে ভার্চুয়ালেই সভা করছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় থেকেই সেই কাজ করতে পারতেন তিনি। কিন্তু তা না করে জেলায় জেলায় গিয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন এবং ভার্চুয়াল সভা করছেন তিনি। আগে মালদ, বীরভূম, বর্ধমানে সভা করেছেন। বহরমপুরে তিনি বলেন, ‘‌একটা মুহূর্তও সময় নষ্ট করছি না। প্রতিটা জেলায় ঘুরেই সভা করছি।’‌গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পান তিনি। গাড়ির দরজা সজোরে পায়ে লেগে ওই দুর্ঘটনা ঘটেছিল। সেদিন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ৪-৫ জন তাঁকে ধাক্কা দিয়ে ওই ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনা বিস্তর রাজনৈতিক চাপানউতোর ঘটেছে বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *