বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের করোনার ভ্যাকসিন দেবার দাবিতে ডি এস ও ছাত্র সাগঠনের পক্ষে ডেপুটেশন
1 min readবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের করোনার ভ্যাকসিন দেবার দাবিতে ডি এস ও ছাত্র সাগঠনের পক্ষে ডেপুটেশন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩,এপ্রিল:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিকট ছাত্র সংগঠন ডি এস ওর পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়।দিবস ওর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শ্যামল দত্ত বলেন মোট নয় দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ন দাবিগুলো হল উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবিলম্বে
করোনার ভ্যাকসিন দেবার ব্যবস্থা করতে হবে।জেলার প্রতিটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার চিকিৎসার ব্যবস্থ্যা করতে হবে,পর্যাপ্ত পরিমাণে সেফ হোম এবং কোয়ারেন্টাইন কেন্দ্র চালু করতে হবে,সুপার স্পেশালিটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুলতে হবে।উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মন্ডল বলেন তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবিগুলো যাতে কার্যকরী হয় তার দ্রুত চেষ্টা করবেন বলে ডেপুটেশনকারীদের জানান।