শুক্রবার বংশীহারী বরখইর গ্রামে পানীয় জলের অভাবে পথ অবরোধ
1 min readশুক্রবার বংশীহারী বরখইর গ্রামে পানীয় জলের অভাবে পথ অবরোধ
শুক্রবার বংশীহারী বরখইর গ্রামে পানীয় জলের অভাবে পথ অবরোধ। গ্রামের শতাধিক মহিলা এদিন কেন্দ্রা মিশন মোড় রাজ্য সড়কে পথ অবরোধ করে ক্ষোভ উগরে দেন। মহসেনা বিবি, অনিতা মার্ডি বলেন গ্রামে এক হাজার সদস্যের বসবাস। এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে দুটি মাকটু টিউবওয়েল আছে। বর্তমানে দুটি টিউবওয়েল অকেজো হয়ে আছে।
1 মাস আগে পিএইচ এর পক্ষ থেকে গ্রামে ট্যাপ কল দেওয়া হয়। 15 দিন জল সরবরাহ হওয়ার পর তা বন্ধ হয়ে আছে। প্রচন্ড পানীয় জলের কষ্টে বাধ্য হয়ে গ্রামের শতাধিক মহিলা খালি জলের পাত্র নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়ে। অবরোধের জেরে দুই দিক যানবাহন আটকে পড়ে।