January 12, 2025

নির্বাচন কমিশনের নির্দেশে কালিয়াগঞ্জের বয়স্ক ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হল

1 min read

নির্বাচন কমিশনের নির্দেশে কালিয়াগঞ্জের বয়স্ক ও প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ এপ্রিল;আশি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধী ভোটারদের নির্বাচন কমিশনের নির্দেশে কালিয়াগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হল কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে শুক্রবার থেকে।শনিবার কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা এক প্রশ্নের উত্তরে জানান এবারই প্রথম যাদের বয়সজনিত কারনে অসুবিধা যাদের বয়স আশির উর্ধে তাদের সাথে

প্রতিবন্ধী ভাই বোনদের বাড়িতে গিয়ে আমরা ভোট নিচ্ছি।যারা ভোট দিচ্ছেন তারা নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্তে প্রচন্ড খুশি বলে জানান।জানা যায় প্রতিটি বিধান সভা কেন্দ্রে ১২থেকে ১৩টি টিমে বিভক্ত হয়ে এই ভোট নেবার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে বলে ডোমিত লেপচা বলেন।নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রতিবন্ধী ভোটার বললেন এবার ভোট দিতে যেতে পারবোনা মনে মনে ভেবেই নিয়েছিলাম।যাক আমিজে ভোট দিতে পারলাম বাড়িতে বসে এটা ভগবানেরই আশীর্বাদ।এ ভাবে ভোট দিতে পারবো যা কোন দিন স্বপ্নেও ভাবিনি।এইবার ভোট দিতে এই অভিনব ভাবনা আমাদের জন্য নির্বাচন কমিশন ভাববার জন্য নির্বাচন কমিশনকে অজস্র ধন্যবাদ জানাই।জানা যায় কালিয়াগঞ্জ বিধান সভায় এই ধরনের ভোট দাতার সংখ্যা ৮৫৯জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *