January 12, 2025

বিজেপি নেতা কার্তিক পালের আহ্বানে কালিয়াগঞ্জের তৃণমূল যুব সভাপতি বিভাস সাহার সাথে বিজেপিতে যোগ দিল পাঁচ শতাধিক যুবক?

1 min read

বিজেপি নেতা কার্তিক পালের আহ্বানে কালিয়াগঞ্জের তৃণমূল যুব সভাপতি বিভাস সাহার সাথে বিজেপিতে যোগ দিল পাঁচ শতাধিক যুবক?

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭এপ্রিল:কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে।গত ১৯শে ডিসেম্বর কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা কার্তিক পাল তৃণমূল দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলে যোগ দিয়েছিলেন।শনিবার কার্তিক পালের আহ্বানে কালিয়াগঞ্জের ৮নম্বর ওয়ার্ডে কার্তিক পালের বাসভবন সংলগ্ন স্থানে বিজেপির এক দলীয় সভায় কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কালিয়াগঞ্জের তৃণমূলের যুব সভাপতি বিভাস সাহার নেতৃত্বে তৃণমূল দলের সাথে সম্পর্ক ছিন্ন করে কালিয়াগঞ্জের ১৭ টি ওয়ার্ডের আনুমানিক পাঁচ শতাধিক যুবক বিজেপি দলের মূল স্রোতে যোগ দিল।বিজেপির এই যোগদান সভায় কার্তিক পাল তার বক্তব্যে বলেন তিনি উপ নির্বাচনে যে তপন দেবসিংহকে ভোটে দিনরাত পরিশ্রম করে জিতিয়ে এনেছিলেন তিনিই জয়ী হবার পর তার আসল স্বরূপ প্রকাশ করেন আমাকে কি ভাবে

আমার পদ থেকে সরিয়ে দেওয়া যায় সর্বদা তাই করে গেছেন।আমাকে তৃণমূল থেকে সরিয়ে দেবার পেছনে কালিয়াগঞ্জের তৃণমূলের তিনমূর্তি এক হয়ে কাজ করায় আমি তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছি ভবিষ্যতে কালিয়াগঞ্জের উন্নয়ন করার স্বপ্ন নিয়েই।তাই কালিয়াগঞ্জের ৮নম্বর ওয়ার্ডের সমস্ত স্তরের নির্বাচক মন্ডলীর কাছে আমার আবেদন গত নির্বাচনে এই ওয়ার্ড থেকে যে বিশাল ব্যবধানে তপন দেবসিংহকে জয়ী করে ছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যবধানে বিজেপির বহিরাগত প্রার্থী সৌমেন রায়কে জয়ী করে অকর্মণ্য ভূমি পুত্রকে পরাজিত করে দেখিয়ে দিতে হবে।

অনেক সময় আপন থেকে পর ভালো একটা কথা আছে।তাই এবার অতিথি প্রার্থীকে আমাদের জয়ী করে তৃণমূলকে যোগ্য জবাব দিতে হবে বলে কার্তিক পাল মনে করেন।আর কালিয়াগঞ্জের উন্নয়ন কেমন করতে হয় তা আমাদের কাছে থেকে বুঝে নেবেন।কারন কালিয়াগঞ্জের উন্নয়ন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।শনিবারের বিজেপির যোগদান সভায় উপস্থিত ছিলেন

বিজেপির উত্তর দিনাজপুর জেলার নবনির্বাচিত সভাপতি বাসুদেব সরকার,বিজেপি নেতা কমল সরকার,কালিয়াগঞ্জ বিধান সভার দলীয় কনভেনার রানা প্রতাপ ঘোষ,কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,নিমাই কবিরাজ,অমিত সাহা, জেলা মহিলা নেত্রী দোলা মোদক,তোতন সাহা,জয়ন্ত সাহা সহ অনেকেই।সভায় মহিলাদের উপস্থিতি ছিল এক কথায় চোখে পড়ার মত।কালিয়াগঞ্জের বিজর্পি প্রার্থী সৌমেন রায়ের হাত থেকে গেরুয়া পতাকা গ্রহণ করে যুব নেতা বিভাস সাহা সহ কয়েকশো যুবক।শনিবারের বিজেপির বিশাল যোগদান সভার ফলে কালিয়াগঞ্জ বিধান সভা ভোটের মুখে তৃণমূল একটা বড়সড় ধাক্কা খেল বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *