এক নাবালিকাকে গন ধর্ষনের ঘটনায় এক যুককে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ
1 min read
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এক নাবালিকাকে এক নাবালিকাকে গন ধর্ষনের ঘটনায় এক যুককে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ ঘটনায় এক যুককে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত, সেই সংগে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।পূর্ব বর্ধমানের কালনা ফার্স্ট ট্র্যাক আদালত আজ এই সাজা ঘোষনা করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাজাপ্রাপ্তের নাম তপন টুডু।তার বাড়ি মন্তেশ্বরের পশ্চিম মামুদপুর এলাকায়।যদিও এই ঘটনায় এখনো এক অভিযুক্ত ফেরার। আদালত সূত্রে জানা যায় যে,২০১০ সালের ১৯ শে জুন,মন্তেশ্বর থানার ভাণ্ডারবাটি গ্রামের পনেরো বছরের এক নাবালিকা গ্রামের একটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় রাত ৮টা নাগাদ তপন টুডু ও জপা টুডু নামে দুই যুবক তাকে জোর করে মুখ চেপে ধরে নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই দুই যুবকের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হলে পুলিস ওই দুইজনকে গ্রেপ্তার করে।জামিনে ছাড়া পাওয়ার পর থেকে জপা টুডু ফেরার।আট বছর ধরে এই বিচারে ১১জন সাক্ষ্য নেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});