January 12, 2025

প্রফেশনাল কোর্স এর এডমিশন নিয়ে পড়ুয়াদের সাথে আলোচনা

1 min read

প্রফেশনাল কোর্স এর এডমিশন নিয়ে পড়ুয়াদের সাথে আলোচনা

আজ শিলিগুড়ির  একটি হোটেলে প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আগ্রহী পড়ুয়াদের সাথে আলোচনা সভা আয়োজন করলেন GNIOT . সংস্থার প্রতিনিধি পঙ্কজ কুমার জানান যে এই সংস্থা রাতদিন কাজ করে যাচ্ছে যেন প্রফেশনাল কোর্সে পড়ুয়ারা দেশ-বিদেশে ভালো সংস্থায় চাকরি পায় l

তার জন্য নিযুক্ত করা হয়েছে সংস্থার তরফ থেকে বেশ কিছু দক্ষ শিক্ষক l তিনি আরো জানান ভালো ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে স্কলার্শিপ পাবার সুযোগ l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *