January 12, 2025

রায়গঞ্জে সাব-জুনিয়র ভলিবল আন্তঃ কোচিং ক্যাম্প ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সমাসপুর ও বাঙালবাড়ি

1 min read

রায়গঞ্জে সাব-জুনিয়র ভলিবল আন্তঃ কোচিং ক্যাম্প ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সমাসপুর ও বাঙালবাড়ি

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯মার্চ:উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল অ্যাসসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল প্রয়াত সরিদিন্দু কিরণ দাস স্মৃতি চ্যাম্পিয়ন ও প্রয়াত শ্যামল ঘোষ স্মৃতি সাব -জুনিয়র ভলিবল আন্ত :কোচিং ক্যাম্প ভলিবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বালক বিভাগে আটটি ও বালিকা বিভাগে পাঁচটি দল অংশ নেয় |

উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন বালক বিভাগে চ্যাম্পিয়ন সমসপুর ভলিবল কোচিং একাডেমি আর রানার্স শাসন ইউনাইটেড বালিকা

বিভাগে চ্যাম্পিয়ন বাঙালবাড়ি ভলিবল কোচিং ক্যাম্প রানার্স মালঞ্চা |

এই প্রতিযোগিতায় ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিলের প্ৰখ্যাত প্রশিক্ষক আনোয়ারুদ্দিন মন্ডল,সংস্থার সভাপতি তারাশঙ্কর ভট্টাচার্য,অনিল রায় সহ অতীতের দিকপাল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *