রায়গঞ্জে বেবি লিগে চ্যাম্পিয়ন সুশান্ত ঘোষ দল
1 min readরায়গঞ্জে বেবি লিগে চ্যাম্পিয়ন সুশান্ত ঘোষ দল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ মার্চ:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে আট দলীয় বেবি লীগ ফুটবল খেলায় ৪-১ গোলে
শম্ভু নাথ মুখার্জি দলকে হারিয়ে সুশান্ত ঘোষ দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। গত ফেব্রুয়ারী মাসের ২২তারিখে এই খেলা শুরু হয়।সপ্তাহে তিনটি করে খেলা হবার ফলে মঙ্গলবার ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয়।বেবী ফুটবল লীগের ফুটবল কোচ মনোতোষ সাহা বলেন এই বেবী ফুটবল লীগের খেলার বিভিন্ন দলের নাম হয়
রায়গঞ্জের আট জন প্রাক্তন ফুটবলারদের সন্মানার্থে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তর দিনাজুর জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রেমীরা।