জনতা জনার্দনের দরবারে ভোটের প্রচারে তৃণমূলের প্রার্থী তপন দেব সিং
1 min readজনতা জনার্দনের দরবারে ভোটের প্রচারে তৃণমূলের প্রার্থী তপন দেব সিং
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮মার্চ:।আগামী ২২ শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধান সভা কেন্দ্রে ষষ্ঠ দফা ভোটের দিন ঘোষণা হয়েছে।কালিয়াগঞ্জ ৩৪নম্বর তফসিলি বিধান সভা আসনে এখন পর্যন্ত তৃণমূল দলের প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি।তাই তৃণমূল দলের কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ ইতিমধ্যেই নির্বাচনের মাঠে নেমে পড়েছেন।কারন তৃণমূল দলের প্রার্থী তালিকা ইতিমধ্যে ই গত শুক্রবার ঘোষণা হয়ে গেছে।
তাই তপন দেবসিংহ প্রতিদিন সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে মা মাটি মানুষের সরকারের উন্নয়ন মূলক কাজের কথা এলাকার রাস্তাঘাটে,চায়ের দোকানে এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাকে পুনরায় ভোট দেবার জন্য আবেদন জানাচ্ছেন।তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই দিক দিয়ে বাড়তি সুযোগ পেয়ে নির্বাচনী প্রচারে অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছে।নির্বাচনী প্রচারে তার সাথে থাকছেন কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্রপরিষদের শহর সভাপতি রাজা ঘোষ,অমর গুপ্তা সহ অনেকেই। বিধায়ক তপন দেবসিংহ প্রতিদিন কালিয়াগঞ্জ শহরের ১৭ টি পৌর ওয়ার্ডের সর্বত্রই চষে বেড়ানো শুরু করেছেন।তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ পুনরায় কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি তৃণমূলের বিধায়ক হিসাবে ধরে রাখতে একই রকম ভাবে তিনি কালিয়াগঞ্জের আটটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে যাচ্ছেন।সাধারণ।মানুষদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সুফল কতটা পেয়েছেন তা যেমন জানতে চান তেমনি কোন কাজ না হয়ে থাকলে তা করবার জন্য প্রতিশ্রুতি দেন।
তপনবাবু বলেন তিনি সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছেন।তিনি বলেন কালিয়াগঞ্জ শহরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে তাদের সরকারের আমলেই।কালিয়াগঞ্জ পৌর সভার প্রতিষ্ঠার পর থেকে বিগত তিন বছরে যা উন্নয়ন ঘটেছে তা এক কথায় নজিরবিহীন উন্নয়ন।তবে বেশ কিছু কাজ বাকি আছে। আমাদের যদি ক্ষমতায় আনেন আমরা সেই কাজগুলো গুরুত্ব দিয়ে করবো।তপন বাবু বলেন রাজ্যের বর্তমান সরকার রাজ্যের মানুষদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন তার সব কিছুই করেছে। বিগত নয় বছরে রাজ্যের বিভিন্ন জেলায় পরিকাঠামোগত উন্নয়ন যে ভাবে করে স্থায়ী সম্পদ তৈরি করেছে তা এক কথায় চমকপ্রদ ঘটনা বলা যায়।তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ শহর ও ব্লকের তৃণমূলের নেতৃত্ব থেকে সাধারণ তৃণমূলের সদস্যরা যে ভাবে তার পাশে থেকে ভোট যুদ্ধে তার জন্য পরিশ্রম করছে তা বলার অপেক্ষা রাখেনা।তিনি বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ তৃণমূল শহর কংগ্রেস সভাপতি কমল ঘোষ,কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক হিরন্ময় সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,তৃণমূল নেতা ঈশ্বর রজক সহ যুব তৃণমূল কংগ্রেস,তৃণমূল ছাত্র পরিষদ,মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা,তৃণমূল শিক্ষক সংগঠন যে ভাবে তার পাশে থেকে কাজ করছে তা অভিনন্দন যোগ্য।তপন বাবু বলেন মানুষ উন্নয়ন চায় ভাষণ নয়।আমাদের সরকারের উন্নয়ন মূলক কাজ সর্বজনবিদিত।তাই আমার দৃঢ় বিশ্বাস গত উপ-নির্বাচনে কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ আমাকে মাত্র এক বছরের জন্য জয়ী করেছিলেন ।এক বছরের জন্য বিধান সভায় গিয়ে সেই ভাবে কাজ করার সুযোগ পাওয়া যায়না।তার মধ্যে করোনা আবহে কোন কাজ করাই সম্ভব হয়নি।তাই এবারের বিধান সভা নির্বাচনে পাঁচ বছরের জন্য বিধান সভায় আমাকে পাঠালে আমাদের সরকারের কাছ থেকে অনেক কাজ আদায় করে আনতে সুবিধা হবে বলে তিনি মনে করেন।তপন বাবু বলেন তার দৃঢ় বিশ্বাস কালিয়াগঞ্জের মানুষ তাকে বিমুখ করবে না।তিনি নিশ্চিত তাকে কালিয়াগঞ্জের মানুষ আবারো তাকে জয়ী করে কালিয়াগঞ্জের ব্যাপক উন্নয়ন করতে সহায়তা করবেন।তপন বাবু শহরের বিভিন্ন এলাকায় নিজেই তার নামের দেওয়াল লিখে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন যাচ্ছেন বিভিন্ন চায়ের দোকান ও পানের দোকান ব্যবসায়ীদের দোকানে দোকানে।