ভাঙছে মালদার তৃণমূল
1 min readভাঙছে মালদার তৃণমূল
সরলা মুর্মূকে নিয়ে অনেকদিন দ্বিধাবিভক্ত ছিল মালদার তৃণমূল কংগ্রেস। জেলায় তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। হবিবপুরে তাঁকে প্রার্থী করার পরেও দলের একটি অংশ সন্দিহান ছিল। কিন্তু প্রকাশ্যে কেউই দলনেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি। যদিও দল ছাড়ার পিছনে সরলার যুক্তি, তিনি মালদা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দল তাঁকে সেখানে না দিয়ে হবিবপুরে কেন্দ্রে প্রার্থী করেছে। তারই প্রতিবাদে দলত্যাগ করছেন তিনি। বিজেপির একটি সূত্র জানিয়েছে, তাদের দলে সরলার যোগদান প্রায় পাকা।এবিষয়ে জেলার তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, সরলা কী করে এই কথাটা বলেন?
তিনি খুব ভালোভাবেই জানেন, মালদার ওই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত। এগুলো পুরোপুরি ছেদো যুক্তি। সরলা পুরোপুরি শুভেন্দু অধিকারীর অনুগামী। তাই শুভেন্দুর হাত শক্ত করতেই দল ছাড়ছেন। কিন্তু এটা তিনি জানেন না যে তাঁর চলে যাওয়ার দলের কোনও ক্ষতি হবে না।সরলার পাশাপাশি এদিন বিজেপির পথে পা বাড়িয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল। সঙ্গে একঝাঁক জেলা পরিষদ সদস্য। মালদা জেলা পরিষদ সূত্রে খবর, শুভেন্দু ঘনিষ্ঠ গৌর বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়তে চলেছেন। গোটা ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন মালদার তৃণমূল নেতৃত্ব। সেইসঙ্গে সোমবার জেলা পরিষদেও সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, অনাস্থা আনা হতে পারে জেলা পরিষদে। এবিষয়ে কৃষ্ণেন্দুর যুক্তি, আগেতো আনুক। তারপর দেখা যাবে।ভাঙনের রেশ গড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। সূত্রের খবর, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গতবারের তৃণমূল বিধায়ক ফুটবলার দীপেন্দু বিশ্বাস যোগ দিতে চলেছেন বিজেপিতে। এবছর টিকিট না পেয়েই দীপেন্দুর এই দলত্যাগের সিদ্ধান্ত বলে জানা গেছে।