January 12, 2025

কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী তপন দেব সিংয়ের বিরুদ্ধে লড়াই এ এবার কি বিজেপির কার্তিক ? কাউন্টডাউন শুরু ?

1 min read

কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী তপন দেব সিংয়ের বিরুদ্ধে লড়াই এ এবার কি বিজেপির কার্তিক ? কাউন্টডাউন শুরু ?

তনময় চক্রবর্তী বিজেপির মোদির মহা ব্রিগেড সভার একদিন আগে বিজেপি প্রথম ধাপে তাদের প্রার্থী ঘোষণা করার পর আজ ছিল  কলকাতায় মহা ব্রিগেড এ মোদীর জনসভা। এরপর আবার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দফায় দফায় নির্বাচনের জন্য বিজেপির পরবর্তী প্রার্থীদের নামের চূড়ান্ত অনুমোদন এর পালা। তাই  অপেক্ষার প্রহর গুনছে কালিয়াগঞ্জ ।  এবার কি নন্দীগ্রামের ছায়া কালিয়াগঞ্জ এর মাটিতে দেখা যাবে ?  প্রশ্ন লাখ টাকার হলেও অবাস্তবের কিছু নেই। কারণ কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ কে। কিন্তু এখন অব্দি বিজেপি ও কংগ্রেসের জোট প্রার্থী ঘোষণা করতে পারেনি কালিয়াগঞ্জ এর ক্ষেত্রে   ।

তবে কানাঘুষা চলছে কালিয়াগঞ্জ এবার বিজেপির প্রার্থী হতে পারেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। তবে এমন যদি হয়  আগামী দিনে তাহলে কালিয়াগঞ্জ এর ভোট উৎসব যে এবার অন্যমাত্রা পেতে চলছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। বলা যেতে পারে এক সময়ে যুযুধান তৃণমূলের তপন দেব সিংহ, কার্তিক চন্দ্র পাল এর যৌথ রথ এবার পরিবর্তনের হাওয়ায় উল্টোরথে পরিণত হয়েছে। বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে এবার কার্তিক চন্দ্র পাল নাকি বিজেপির টিকিট পেতে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এমনটা হয় কালিয়াগঞ্জে তাহলে বিজেপি প্রার্থী হিসেবে কার্তিক চন্দ্র পালের জয়ের সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল যবে থেকে কালিয়াগঞ্জ পৌরসভা পৌর পতির  দায়িত্বে ছিলেন তবে থেকে তিনি কালিয়াগঞ্জ শহরের উন্নয়নকে একটা আলাদা মাত্রা নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয় করোনা কালে যেভাবে কার্তিক বাবু মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাতে সাধারণ মানুষের হৃদয়ে তিনি অতি সহজে আপন হয়ে গিয়েছিলেন।  পাশাপাশি তিনি বহু সামাজিক মূলক কাজ করে শহরবাসীর কাছে ইতিমধ্যে দাগ কেটে নিয়েছেন। এর পাশাপাশি কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ কিন্তু এই সব দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন কাত্তিক পাল এর কাছ থেকে। শুধু তাই নয় গত বিধানসভা উপ নির্বাচনে যে সাত দফা প্রতিশ্রুতি তপনবাবু দিয়েছিলেন তার একটিও তিনি বাস্তবায়ন করতে পারেননি।ফলে সাধারন মানুষ ভীষণ  খুদ্ধ বিধায়কের উপর।    পাশাপাশি কার্তিক চন্দ্র পালের মত বিধায়ক কে দেখা যায়নি কখনো সামাজিক কোনো কাজকর্ম করতেও। ফলে যদি বিজেপির  টিকিট পায় কার্তিক চন্দ্র পাল তাহলে তার জয়ের সম্ভাবনা যে প্রবল এ ব্যাপারে কোন সন্দেহ নেই বলছে কালিয়াগঞ্জের সাধারন মানুষ   । এদিকে তৃণমূল কংগ্রেস নতুন করে তপন দেব সিংহের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেও কালিয়াগঞ্জে এখন অব্দি দেখা যায়নি তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তেমন উৎসাহ উদ্দিপনা। অনেকেই তাকিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী কে হয় সেদিকে। তবে যাই হোক না কেন এবার কালিয়াগঞ্জ বিধানসভার নির্বাচন যে জেলার মধ্যে একটা নজরকাড়া কেন্দ্র হতে চলছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *