তৃণমূলের দুর্নীতিবাজদের যোগ্য জবাব দিয়ে আমজনতা এবার কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি বিজেপিকে উপহার দিতে চলেছে-
1 min readতৃণমূলের দুর্নীতিবাজদের যোগ্য জবাব দিয়ে আমজনতা এবার কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি বিজেপিকে উপহার দিতে চলেছে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬,মার্চ:গত২০১৬ সালের বিধান সভা নির্বাচনের সাথে এবারের নির্বাচন সব দিকদিয়েই গুরুত্বপূর্ন।গত বিধান সভা নির্বাচনে বিজেপির ছিলনা কোন শক্তিশালী সংগঠন।সে দিক দিয়ে বিজেপি দল এই মুহূর্তে ২০১৬সালের পর থেকে এই মুহূর্তে সব দিক দিয়েই একটা লড়াইয়ের জায়গায় এসেছে।বিগত ২০১৬ সালে উত্তর দিনাজপুর জেলার প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা কালিয়াগঞ্জের ভূমি পুত্র প্রিয় রঞ্জন দাসমুন্সীর নিজ হাতে তৈরী কংগ্রেসের সাজানো বাগান ছিল কালিয়াগঞ্জে।২০১৬ সালের বিধান সভা নির্বাচনে তৃণমূল সারা রাজ্যে প্রচুর আসন পেলেও কালিয়াগঞ্জ আসনটি কিন্তু প্রয়াত কংগ্রেস নেতা অধ্যাপক প্রমথ নাথ রায় ১,১২,৮৬৮ টি ভোট পেযেও জয়ী হয়েছিল।তৃণমূল প্রার্থী বসন্ত রায় পেয়েছিল ৬৬,২৬৬টি ভোট।প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায় তৃণমূলের প্রার্থী বসন্ত রায়কে ৪৬,৬০২ভোটে পরাজিত করে জয়ী হয়েছিল।বিজেপির রূপক রায় সংগঠন ছাড়াই ২৭,২৫২টি ভোট পায়।পরবর্তীতে উত্তর দিনাজপুর জেলা সহ কালিয়াগঞ্জে বিজেপির সংগঠন ব্যাপক ভাবে ক্রমাগত বৃদ্ধি পায়।পরবর্তীতে ২০১৯সালে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে বিজেপির প্রার্থী হন দেবশ্রী চৌধুরী।দেবশ্রী চৌধুরী মোট ভোটের ৪০% শতাংশ ভোট ৫,১১,৬৫২টি ভোট পায়।দেবশ্রী চৌধুরী ৬০,৫৭৪টি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে হারিয়ে জয়ী হয়।
তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ভোট পান ৪,৫১,০৭৮টি ভোট।শতকরা হিসাবে ৩৫%শতাংশ ভোট পান। সমগ্র উত্তর দিনাজপুর জেলার মধ্যে শুধুমাত্র কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্র থেকেই ৫৬ হাজার ভোট লিড দিয়ে বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে বড় মার্জিনে জয়ী করে এনেছিল কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্ব ও দমর্থকেরা।লোকসভা নির্বাচনে সিপিআইএমের মঃ সেলিম ভোট পান ১,৮২,০৩৫ টি ভোট।শতাংশের নিরিখে ১৪% শতাংশ।অপরদিকে জাতীয় কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর সহ ধর্মিনী ভোট পান মাত্র ৮৩,৬৬২ টি ভোট।শতাংশের বিচারে মাত্র ৭%শতাংশ।যদিও ২০১৯ সালের শেষের দিকে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়ের মৃত্তুর কারনে আবার একটি উপ-নির্বাচন সামনে এসে হাজির হয় কালিয়াগঞ্জের ৩৪ নম্বর তফসিলি বিধান সভা কেন্দ্রে।নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদের সদস্য তথা একদম সাধা সিধে নিপাট ভদ্রলোক কমল সরকার।তৃণমূলের প্রার্থী ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেবসিংহ।২০১৯ সালের ২৫ শে নভেম্বর উপ-নির্বাচন হলে বিজেপি প্রার্থী কমল সরকার তৃণমূল প্রার্থী তপন দেবসিংহের কাছে পরাজিত হন। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী রবিবার এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বিজেপি দল একটি শক্তি শালী দলে পরিনত হয়ছে এবং প্রতিনিয়ত হচ্ছে।তিনি বলেন বিগত ২০১৬ সালে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী ছিল বামফ্রন্ট।কিন্তূ উত্তর দিনাজপুর জেলার জনতা জনর্দনের সহযোগিতায় ২০১৯সাল থেকে তৃণমূল দলকে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে হচ্ছে।এবারেও আমাদের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস।বামজোট নয়।এবারের বিধান সভা নির্বাচনে দুর্নীতির সাথে যুক্ত সাশক তৃণমূল দলকে উত্তর দিনাজপুর জেলার মানুষ ইভিএম মেশিনের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবার জন্য মুখিয়ে আছে।বিশ্বজিৎ বাবু বলেন কালিয়াগঞ্জ ৩৪,নম্বর তফসিলি বিধান সভা ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে এমন একজন মানুষ প্রার্থী হতে যাচ্ছে যার জয় সুনিশ্চিত বলেই তিনি মনে করেন।