January 13, 2025

মার্চে নয়, আজ, শুক্রবারই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট

1 min read

মার্চে নয়, আজ, শুক্রবারই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট

মার্চে নয়, আজ, শুক্রবারই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হবে সেগুলি হল কেরল, তামিলনাড়ু, পুদুচ্চেরি এবং অসম। আজ বিকালে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরই এই ঘোষণা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

যদিও কমিশনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র শুক্রবার সকালে জানানো হয়েছে, বিকেল সাড়ে চারটের সময় সাংবাদিক বৈঠক করবে কমিশন। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছে, আজই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সাত থেকে নয় দফায় ভোটগ্রহণ হতে পারে। এদিক, বাংলার ভোট সংক্রান্ত ফাইনাল রাউন্ডের রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার তিনি বৈঠক করেন রাজ্যের প্রশাসন ও পুলিস কর্তাদের সঙ্গে। করোনার জেরে এবার বেশি দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাড়ান হয়েছে বুথসংখ্যাও।  সূত্রের খবর, এপ্রিল-মে মাসে বিহার-মডেলে ৭ থেকে ৯ দফাতেই ভোট হতে পারে বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *