কেন্দ্রীয় বাহিনীর মুখে মাক্স রয়েছে তাতে লেখা রয়েছে জয় বাংলা আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়
1 min readকেন্দ্রীয় বাহিনীর মুখে মাক্স রয়েছে তাতে লেখা রয়েছে জয় বাংলা আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়
তন্ময় চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনীর মুখে মাক্স রয়েছে তাতে লেখা রয়েছে জয় বাংলা আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাহিনী র যারা এসেছে তারা বেশিরভাগই হিন্দি ভাষাভাষী মানুষ। তাই বাংলাতে কি লেখা রয়েছে মার্চের মধ্যে তারা সেটা লক্ষ্য করেনি। যেহেতু এখন করোনা পরিস্থিতি চলছে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও। তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে রাজ্য সরকার মাক্স দিয়েছে। কিন্তু কি লেখা রয়েছে তার মধ্যে সেটা তারা লক্ষ্য করেনি বা দেখেনি। তাই সেটাই পড়ছে তারা।
কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যেভাবে জঘন্য রাজনীতির খেলায় নেমেছে এই রাজ্যের সরকার সেটা খুবই নিন্দনীয়। রাজনৈতিক একটি শ্লোগান রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ব্যবহার করছে । এটা খুবই জঘন্য অপরাধ। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী যখন কেন্দ্র সরকার পাঠায় তখন রাজ্য সরকার চিৎকার করতে থাকে। তিনি বলেন রাজ্য সরকার যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে পূর্ব পাকিস্তানের একটি স্লোগান কে প্রচার করছে ভোটের আগে সেটা খুবই নিন্দনীয় ঘটনা।
রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।জেলা সভাপতি অভিযোগ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক কোন চক্রান্ত ফাঁদে পড়ে এই রাজ্যকে আলাদা একটি রাষ্ট্র বানিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চাইছে। তিনি বলেন বাংলাকে তারা ভালোবাসেন বাংলা তাদের মাতৃভূমি। কিন্তু মাতৃভূমিকে যারা অপমান করে তাদের কোন রকম ভাবে বরদাশ্ত করা হবে না।
তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীর মুখে যে মাক্স দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে সে ব্যাপারে তারা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন যদি জয় বাংলা লিখা মাক্স কেন্দ্রীয় বাহিনী কে দেওয়া হয় পড়ার জন্য তাতে আপত্তি তোলার কিছু নেই কারণ বিভিন্ন রাজনৈতিক দল যখন সভা-সমাবেশের শেষে স্লোগান তুলে জয় হিন্দ জয় বাংলা।
তখন এই লেখাও থাকলে আপত্তির কারণ থাকতে পারে না। যেটা আপত্তি করছে বিজেপি দল সেটা অহেতুক। এর পিছনে কোন চক্রান্ত নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।এদিকে কেন্দ্রীয় বাহিনী আজ জেলাজুড়ে টহল দিতে শুরু করে সেই মাক্স পড়ে।
যে মাক্স কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের ঝড় শুরু হয়েছে জেলা জুড়ে।