পশুদের হাত থেকে জমির ফসল রক্ষা করতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগের কারনে বেশ কিছু পশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
1 min readপশুদের হাত থেকে জমির ফসল রক্ষা করতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগের কারনে বেশ কিছু পশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫,ফেব্রুয়ারী: নিজের জমির ফসল পশুপাখিদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের বাড়ি থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ জমিতে টানায় বিদ্যুৎ সংযোগের কারনে বেশ কিছু পশুর মৃত্তুর ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দুর্গাপুর ঝাড় পাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর ঝার পাড়া গ্রামের ভদ্র রায় তার বাড়ীর পাশের জমির ফসল বাঁচাতে বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে তার সাথে গুনাতার লাগিয়ে জমির চারপাশে ঘিরে দেয়।
কিন্তু বিদ্যুতের তার লাগানোর কিছু সময় বাদে জমির মালিক ভদ্র রায় দেখতে পান তার জমিতে বেশ কিছু পশুর মৃত্যু হয়। এর পর জমির মালিক দ্রুত মৃত পশুদের জমির পাশে গর্ত খুঁড়ে তা মাটি চাপা দিতে শুরু করলে তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে।গ্রামবাসী শেখর ব্যানার্জী প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলেন ইচ্ছাকৃত ভাবে নিজের ফসল রক্ষার জন্য পশু হত্যা করা হবে তা কোন ভাবেই মেনে নেবনা।
এই ঘটনায় মানুষেরও মৃত্যু হতে পারতো।যা থেকে কিনা বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে গ্রামবাসীরা মনে করেন।এলাকার উত্তর দিনাজপুর পিপলস ফর এনিম্যালস সংগঠনের সদস্য জাহানুর আলী, সুমন মানি এবং অগ্নি মোদক জানান তারা কোনভাবেই এই ঘটনাকে সহজভাবে দেখবেন না।কালিয়াগঞ্জ থানায় এই ঘটনা জানালে কালিয়াগঞ্জ থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পুলিশ ভদ্র রায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী গীতা রায়কে তার স্বামী কোথায় জানতে চাইলে তিনি বলেন তিনি বাড়িতে নেই।গীতা দেবী স্বীকার করেন তার পরিবার এই কাজ ঠিক করেনি।বড় ভুল হয়ে গিয়েছে।জমিতে পশুদের উপদ্রপের জন্য হটাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছিল।কালিয়াগঞ্জ থানায় পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর আনিমলসের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।পুলিশ জমির মালিক ভদ্র রায় ও তার পুত্র সুমন রায়ের খোঁজ করেও ঘটনাস্থলে তাদের কাউকেই পায়নি বলে জানা যায়।গ্রামবাসী সহ পশুপ্রেমী সংগঠন অবিলম্বে জমির মালিক ও তার পুত্রের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।রায়গঞ্জ থেকে বন দপ্তরের আধিকারিকরা এসে মৃত পশুদের রায়গঞ্জে ময়না তদন্তের জন্য নিয়ে যায় বলে জানা যায়।এই ঘটনায় জমির মালিক ভদ্র রায় এবং তার পুত্র সুমন রায় বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা যায়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।