January 13, 2025

তৃণমূলকে বেছে বেছে ২০০ টা গোল দিয়ে সরকার বানাবে বিজেপির, বললেন কালিয়াগঞ্জে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

1 min read

তৃণমূলকে বেছে বেছে ২০০ টা গোল দিয়ে সরকার বানাবে বিজেপির, বললেন কালিয়াগঞ্জে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

তন্ময় চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য থেকে সংসদ সদস্য অব্দি প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং চোর। আজকে যখন সিবিআই সব তথ্য বের করে যখন চিঠি লিখেছে তাতে মনে হচ্ছে দেখে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা মরা কান্না পড়ে গেছে। তারা সিবিএকে গালাগালি দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এসেছে এতে রাজ্যের মানুষ খুশি যখন। রাজ্যের মানুষ যখন বলছে এবার সত্যি সত্যি খেলা হবে।

দিদিমণি ও যখন বলছে খেলা হবে। কেষ্ট ভাই বলছে খেলা হবে। তোমরা কি খেলবে। তোমাদের সব ক্লিয়ার তো আমাদের দলে এসে গিয়েছে। আগের থেকেই তৃণমূল কংগ্রেস গোল খেয়ে বসে আছে। তো খেলবে টা কি। মাঠে লোক নাম আর কেউ নেই পিসিও ভাইপো ছাড়া। এবার ২০০ টা গোল দেব বেছে বেছে। ২০০ টা গোল দিয়ে এবার সরকার বানাব। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির পরিবর্তনের রথযাত্রা শেষে এক সভাতে একথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন সরকার পরিবর্তন শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা।

অন্যদিকে এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, বিজেপির পরিবর্তন যাত্রা যতই এগোচ্ছে রাজ্যের দিদিমনির মাথা ততই খারাপ হচ্ছে। এই যাত্রা যতই এগোচ্ছে ততই দিদিমনির ঘরে সিবিআই প্রবেশ করছে।তিনি বলেন আজকে যেভাবে যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী আক্রমন করেছে সেটা বাংলার কাছে লজ্জা জনক ঘটনা।কেন্দ্রীয় মন্ত্রী বলেন যখন কেউ একটা গুরুত্ব পূর্ণ চেয়ারে বসে প্রধানমন্ত্রী কে গলাগলি করতে থাকে তখন বুঝতে হবে তার মাথা টা গেছে।

এখন তাই মাথাটা সম্পূর্ণ গেছে দিদিমনির।কোনদিকে সামলাবেন।ঘরে সিবিআই সামলাবেন না বাইরে ভারতীয় জনতা পার্টি কে সামলাবেন।তিনি বলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তন হয়।সেখানে বিরোধীদলের কাউকে কেউ এই রাজ্যের মুখ্যমন্ত্রী র মত অশ্লীল ভাষায় কেউ গালিগালাজ দেয় না।কিন্তু এই রাজ্যের কোনকিছু কে তোয়াক্কা না করে দেদারসে অশ্লীল ভাষা প্রয়োগ করে যাচ্ছেন।তাই যে ভাবে বাংলার অসন্মান করে যাচ্ছেন আপনি তাতে আর এক মিনিটের জন্য এই রাজ্যের সরকারের পদে থাকা উচিত নয়।দেবশ্রী চৌধুরী বলেন আপনি এই রাজ্যের সাংবিধানিক পদে আছে তাই আপনি যদি এমন ভাষা বলেন তাহলে এই রাজ্যের বাচ্চারা আপনার কাছ থেকে কি শিখবে।কি ভাষায় কথায় কথা বলতে হয় সেটা এত বছর বয়সেও আপনি শিখলেন না আর কবে শিখবেন ।এদিনের এই পরিবর্তন যাত্রার রথ কে কেন্দ্র করে সাধারন মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থক দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *