প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলদিয়া আসছেন
আজ ৭ই ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলদিয়া আসছেন। এদিন তিনি সাড়ে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তার আগমনকে কেন্দ্র করে হেলিপ্যাড ময়দানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।সমগ্র এলাকা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। এদিন তিনি প্রথমে একটি দলীয় সভায় অংশ নেবেন বলে জানা গেছে। তারপর মঞ্চ পরিবর্তন করে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।
এরজন্য দুটো আলাদা মঞ্চ তৈরী করা হয়েছে। দর্শকদের বসার জন্য করা হয়েছে চারটি হ্যাঙ্গার। বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সঞ্জয় সিং জানিয়েছেন কোভিড বিধি মেনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, দলীয় সভায় উপস্থিত থাকবেন পেট্রোলিয়াম মণ্ত্রী ধর্মেন্দ্র প্রধাণ, শিশু ও নারীকল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধূরী, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ