আবার মোদীর সাথে মমতা,মঞ্চ একটাই

বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২৩শে জানুয়ারির পর আবারও ফেব্রুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, হলদিয়ায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আসছেন নরেন্দ্র মোদি। আমন্ত্রিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই জানালেন পেট্রোলিয়াম মন্ত্রকের মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রীর সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হলদিয়ায় পৌঁছান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই সাংবাদিক বৈঠক করেন পেট্রোলিয়াম মন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘হলদিয়ায় একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করতে ৭ই ফেব্রুয়ারি বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক ও রোড ট্রান্সপোর্ট বিভাগের নিমন্ত্রণে ৪টি বড় প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী আসছেন’ বলেও জানান তিনি।তিনি জানান, ‘উজ্জ্বলা যোজনার আওতায় যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করা সম্ভব হয়, তার জন্য ১১০০ কোটি টাকা খরচ করে এলপিজি টার্মিনাল বানানো হয়েছে হলদিয়ায়। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই এলপিজি টার্মিনাল বানিয়েছে (BPCL) Bharat Petroleum Corporation Limited।’ বলেও জানান তিনি। পাশাপাশি Indian Oil Corporation এর অন্তর্গত হলদিয়া রিফাইনারিতে লুব্রিকেন্ট বেস অয়েল প্রয়োজন হয়। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে লুব্রিকেন্ট বেস অয়েল বানানোর জন্য হলদিয়া পেট্রোকেমিক্যালে ১০০০ কোটি টাকার বেশি ব্যয়ে গড়ে উঠছে কারখানা। সেই কারখানারও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর পাশাপাশি, হলদিয়াতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের তরফে চার লেনের আরোহী ও ফ্লাইওভার NH41-এর উপর রানীচকের কাছে তৈরি হয়েছে।সেই রাস্তার প্রকল্পও বাস্তবায়িত করবেন প্রধানমন্ত্রী’ বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। এছাড়া, ‘প্রধানমন্ত্রী উর্যা গঙ্গা যোজনার আওতায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করা হবে। ২৪০০ কোটি টাকা ব্যয়ে সেই প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদি জি।’ বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘সবমিলিয়ে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তি প্রস্তর স্থাপন ৭ই ফেব্রুয়ারি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। বলে জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। ‘আদরণীয় রাজ্যপাল জগদীপ ধনকর ও আদরণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিমন্ত্রণ পত্র লিখেছি’ বলেও জানান তিনি। ‘সকলের উপস্থিতিতে বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর এই উপহার বাংলার জন্য থাকছে। গণমাধ্যমের সকলের মাধ্যমে বাংলার জনগণকে নিমন্ত্রণ করছি ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান দেখার জন্য।’ বলেও জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *