কালিয়াগঞ্জে দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলার উদ্বোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৯জানুয়ারি: শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গ পুর উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মৎস ও প্রাণী বিকাশ কর্মাধক্ষ শ্রীমতী মিনতি বর্মন,জেলা আধিকারিক ডঃ দিব্যেন্দু বিকাশ কর্মকার,ডঃ এম ডি আজিজ শেখ সহ অনেকেই।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন ১৭ থেকে ৩১শে জানুয়ারি সারা রাজ্যে প্রাণী সম্পদের বিকাশের শ্বার্থে এই মেলা হয়ে থাকে। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের প্রাণী সম্পদের বিকাশ ঘটিয়ে যেসমস্ত মানুষ প্রাণী সম্পদের সাথে যুক্ত তাদের কে রি।মেলার মাধ্যমে সচেতন করবার কাজটা করা হয়ে থাকে।এই মেলার মধ্য দিয়ে পশু পালন সম্পর্কে অনেক অজানা তথ্য সহজেই জানতে পারে বলে তার বিশ্বাস।এদিকে জানা যায় তার এলাকায় এই অনুষ্ঠান হল ও জেলা পরিষদের সদস্য দধি মোহন দেব শর্মা সেখানে যেমন আমন্ত্রণ পায়নি তেমনি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বিজেপির সেই অনুষ্ঠানে গিয়ে তাকে বাইরে বাইরে ঘুরতে হয় অথচ তিনি মঞ্চে বসার সুযোগ পাননি। এর ফলে তিনি ভীষণ ক্ষুব্ধ কর্তৃপক্ষের উপর।