কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রসাশনের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক যন্ত্র বিতরণ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮ জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষীপুর কৃষি মণ্ডিতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রসাশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন দুস্থ্য বক্তিদের হাতে হুইল চেয়ার প্রদান করা হয়।মোট ৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার সহ প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা বলেন আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে দিন অতিবাহিত করতাম।আজকে এই সমস্ত প্রয়োজনীয় আমাদের চলার সঙ্গী পেয়ে আমরা চলাফেরা করতে পারবো বলে জানান।যার ফলে আমরা নুতন জীবন ফিরে পেলাম।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার তার বক্তব্যে বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের
আমরা কোন সময়ের জন্য আলাদা ভাবিনা।তারাও এই সমাজের বিশিষ্ট নাগরিক।তাদেরকে সবরকম সরকারি সুযোগ সুবিধা দেবার জন্য আমরা বিশেষ ভাবে চিন্তা ভাবনা করি তাদের সমস্যা লাঘবের জন্য।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ বলেন তাদের সরকার সবসময় বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের কথা ভাবে।আর সেই জন্যই তাদের সুযোগ সুবিধা দেবার জন্য আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন সরকারের পক্ষ থেকে।