ধূপগুড়ী ব্লক ইমাম ও মোয়াজ্জিন সমিতির তৃতীয় বার্ষিক সম্মেলন
1 min read
আশীষ ভট্টাচার্য্য–ধুপগুড়ি– রবিবার ধূপগুড়ী মজনু সাহেবের মাজার প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধুপগুড়িব্লক ইমাম ও মোয়াজ্জিম সমিতির তৃতীয় বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্মেলনের উদ্বোধন করেন ধূপগুড়ীর বিধায়িকা মিতালী রায়।উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর রায়,সংগঠনের সম্পাদক মফিজুল হক সভাপতি -আজিজার রহমান -উজ্জ্বালুদ্দিন মওলানা -তহিদুলইসলাম।সংগঠনের সম্পাদক সভাপতি ও অন্যান্য সদস্যরা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনকে শক্তিশালী করবার জন্য হাসিবুল আলম,তহিদুল ইসলাম ও জাকির সাহেব উপস্থিত সকল সদস্যদের কাছে আবেদন করেন সবাই যেন সংগঠনকে ভালোবেসে নিজের মনে করে এগিয়ে আসেন।সম্মেলন সর্বসম্মতি ক্রমে সংঘটনের সভাপতি পদে নির্বাচিত আইজার রহমান এবং সম্পাদক পদে নির্বাচিত হন মফিজুল হক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});