December 25, 2024

কালিয়াগঞ্জে পাঁচ দিনের যাত্রিক নাট্যোৎসব

1 min read
তপন চক্রবর্তী–(উত্তর দিনাজপুর)-গত ২৫শে জানুয়ারী থেকে ২৯শে জানুয়ারী ৫দিন ব্যাপী যাত্রীক   নাট্য গোষ্ঠীর উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় যাত্রীক  নাট্য উৎসব সাফল্যের সাথে শেষ হল।নাট্য উৎসবের প্রথম দিন বিকেলে ৩টা থেকে এক ঘন্টার একটি নাট্য সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারের মূল বক্তা ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য নির্দেশক গৌতম হালদার।নাট্য সেমিনারে আলোচনার পর প্রশ্ন উত্তরের পালা চলে বেশ কিছুক্ষণ ধরেই।প্ৰশ্ন উত্তর পর্ব থেকে নাটক সম্পর্কীয় অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হয় নাটকের সাথে যুক্ত নাট্য কর্মীরা।যাত্রীক নাট্য উৎসবের উদ্বোধনী নাটক নযে নাটুয়ার কলকাতা দলের নাটক গৌতম হালদার নির্দেশিত ও অভিনীত নাটক “বড়দা”।বড়দা নাটকে বড়দার চরিত্রে গৌতম হালদারের অভিনয় নাট্যমোদি দর্শকদের হৃদয় জয় করতে পেরেছে নিঃসন্দেহে বলা যায়।নাট্য উৎসবের সেরা নাটক “বড়দা” ও” গওহর জান” নাটক দুটি নাট্য উৎসবের সেরা নাটক বলেই উপস্থিত দর্শকদের মন্তব্য থেকে জানা যায়।
।একইদিনে পরবর্তী নাটক মঞ্চস্থ করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নাট্য সংস্থা প্রযোজিত নাটক “সকুনির পাশা”।নাট্য উৎসবের দ্বিতীয়  দিন জঙ্গী পুরের সৌমিত্র বসুর নাটক তরুণ চৌবের নির্দেশনায় “মেজাজ এবং মোহিত চট্টোপাধ্যায়ের নাটক,তাপস বন্দোপাধ্যাযের নির্দেশনায় মালদার গাজলের বিষণ নাট্য সংস্থার লাঠি মঞ্চস্থ হয়।যা দর্শকদের কাছে ভালো লেগেছে বলা যায়।

।নাট্য উৎসবের তৃতীয় দিনে দমদম কলকাতার নির্বাক অভিনয় একাডেমির সুরঞ্জনা দাশগুপ্ত রচিত,অভিনীত ও নির্দেশিত নাটক হুইল চেয়ার দর্শকদের তেমনভাবে মন ভরা তে পারেনি।যাত্রীক নাট্য উৎসবের ৪তুর্থ দিন প্রান্তিক বহরমপুর কর্তৃক সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাটক, নির্দেশনায় প্রিয়ন্কু শেখর দাসের “গওহর জান”নাটকটি নাটক পিপাসুদের মনে জায়গা করে নিতে পেরেছে।
নাটকের রাগাশ্রয়ী সঙ্গীতের সাথে সাথে নাটকের টিম ওয়ার্ক এক কথায় অভাবনীয়।গওহর জান নাটকটি এক কথায় এই নাট্য উৎসবের শ্রেষ্ঠ নাটক বলা যায়।নাট্য উৎসবের শেষ দিন মঙ্গলবার আনন্দন ঝাড়গ্রাম প্রযোজিত নাটক ,সঞ্জীব সরকারের ,নির্দেশনায় “লাশ কাটা ঘর”এবং রায়গঞ্জের রাইনার জয়ন্ত চ্যাটার্জির নির্দেশনায় “বাজী” মঞ্চস্থ হয়।যা মন্দের ভালো বলা যায়।।প্রতিদিন কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতন ছিল নাট্য পিপাসুদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ।যাত্রীক নাট্য সংস্থার কর্ণধার নরেন্দ্র নারায়ন চক্রবর্তী বলেন তাদের ৫দিনের এই নাট্য উৎসবে কালিয়াগঞ্জের ৫জন বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়।যাদের মধ্যে ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী বাণী চক্রবর্তী,বিশিষ্ট নাট্যকর্মী সুহাস কমল গুহ,বিশিষ্ট সঙ্গীত শিক্ষক গৌরপদ কুন্ডু,বিশিষ্ট যাত্রা শিল্পী রবীন্দ্র নাথ কুন্ডু ও বিশিষ্ট প্রবীণ সাংবাদিক,আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী।যাত্রিক নাট্য গোষ্ঠীর কর্নধার নাট্য ব্যক্তিত্ব নরেন্দ্র নারায়ন চক্রবর্তী,সংস্থার সম্পাদক দেবাশীষ পাল,নাট্য কর্মী,বিজন সাহা ও নাট্য কর্মী নন্দ ঘোষ বলেন সর্বস্তরের মানুষ যে ভাবে সহযোগিতা করেছে তার জন্য যাত্রিক নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে  অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *