আইসির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে দলীয় নেতার কেক খাইয়ে দেওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের জেরে ইতিমধ্যেই দিনহাটা পুলিশ একাধিক পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন পরিষেবা পুলিশের মাধ্যমে পেতে শুরু করেছে সাধারণ মানুষ। আর তাতে ভয় পেয়ে বিরোধীরা ভিত্তিহীন কথা বলে মুখ্যমন্ত্রীর ওই উদ্যোগকে দিনহাটায় ব্যর্থ করার চক্রান্ত করছেন।” তবে এনিয়ে দিনহাটা থানার আইসি বা অন্য কোন পুলিশ আধিকারিকের কোন বক্তব্য পাওয়া যায় নি। গত পঞ্চায়েত নির্বাচন থেকে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার-যুব’র লড়াই শুরু হয়। দুই গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ওই সময় তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ দুইপক্ষের অনেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকায় বেশ কিছু আসন হারিয়ে সাংগঠনিক ভাবে দুর্বল হয়েও পড়ে নূর আলম হোসেনের গোষ্ঠী। কিন্তু পরবর্তীতে যুব’র নেতৃত্বে থাকা নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কার করার পর ফের নিজের সাংগঠনিক শক্তি বাড়াতে শুরু করেন নূর আলম। ইতিমধ্যেই বেশ কিছু নির্দল পঞ্চায়েতকে দলে ঢুকিয়ে নতুন করে গ্রাম পঞ্চায়েত গুলো নিজের দখলে আনতে শুরু করেছেন। এই সময় আইসি জন্মদিনের ওই ছবি নিয়ে যখন নিজের দলের বিধায়ক কটাক্ষ করতে ছাড়ছেন না, তখন যে নূর আলমকে কিছুটা হলেও চাপে পড়তে হবে, তা হলপ করে বলা যায়। অন্যদিকে ওই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের কি ভূমিকা হবে, তা সময় বলে দেবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});