December 24, 2024

কালিয়াগঞ্জের খটসা গ্রামে দুইদিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলা খন উৎসব

1 min read
তপন চক্রবর্তী –উত্তর দিনাজপুর–শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের খটসায় রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি উদ্যোগে দুই দিনব্যাপী উত্তর দিনাজপুর জেলা খন  উৎসব শুরু হয় উৎসবের সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশিষ্ট বর্ষীয়ান লোকো শিল্পী রমেশ বর্মন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেবার পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট লোকশিল্পী অনিন্দিতা রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক চন্দ্র বর্মন,অধ্যাপক মিঠুন বর্মন,, কলিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ, বঙ্গীয় রাজবংশী ক্ষত্রিয় সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক জিতেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর লোক প্রসার সমিতির জেলা সম্পাদক তথা বিশিষ্ট খন শিল্পী অমল বর্মন,বিশিষ্ট টেরাকোটা শিল্পী দুলাল রায়, রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সভাপতি ননী গোপাল রায়, রাম চন্দ্র রায়, সংস্থার সম্পাদক শ্যামাপদ রায়,এবং রবীন্দ্র নাথ রায়।এক সাক্ষাৎকারে রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামা পদ রায় বলেন তাদের সংস্থা হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় উত্তর দিনাজপুর জেলার রাজবংশী সমাজের লোকসংষ্কৃতিকে পুনরায় সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করতে লোক শিল্পিদের স্বত্বা পুনরায় ফিরিয়ে আনতে সুস্থ সংস্কৃতিকে পুনরুদ্দ্বার করতে জেলার বিভিন্ন প্রান্তে লোক শিল্পের প্রসার ঘটাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শকে সামনে রেখে।
সংস্থার সভাপতি অধ্যাপক দীপক বর্মন বলেন তাদের এই অনুষ্ঠানে শুধু এই জেলার ল9ক শিল্পীরাই নয় সুদূর কোচবিহার,তুফানগঞ্জ,মাথাভাঙ্গা থেকেও বিশিষ্ট শিল্পীরা তাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার জন্য এসেছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে খন গান ছাড়াও মুখোশ নৃত্য, ভাওয়াইয়া,লোকসঙ্গীতও বাউল সংগীত পরিবেশন হবে দুইদিন ধরে।অনুষ্ঠানে প্রথম দিনের অনুষ্ঠানে দুপুর থেকেই প্রচুর মানুষের ভিড় হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *