দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে কালিয়াগঞ্জের ট্রাক স্ট্যান্ড এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন ইটাহারের বিধায়ক অমল আচার্য
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–রবিবার কালিয়াগঞ্জ বাসীর বহুআখাঙ্কিত ও দীর্ঘ দিনের দাবি কালিয়াগঞ্জ ট্র্যাক স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায় রাজ্যের পরিবহন দপ্তরের আর্থিক সহায়তায় ও কালিয়াগঞ্জ ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটরস সার্ভিস এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের দানকৃত জমিতে এই ট্রাক স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,মুখ্য অতিথি হিসাবে থাকবেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার,সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার ধরা,ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুৎ মাঝি,জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা ও মোমেনা আহম্মেদ,কালিযাগঞ্জ এস জি হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায়,ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডাঃ দেবাশিস বালা,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা,দেবব্রত রায়,ও কিষান লাল জৈন যথাকর্মে সভাপতি ও সম্পাদক কালিয়াগঞ্জ ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটরস সাভিস এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং জগন্নাথ সান্যাল, সভাপতি, কালিয়াগঞ্জ ট্রাক ওনার্স এসোসিয়েশন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।কালিয়াগঞ্জ শহরে ট্রাক স্ট্যান্ড তৈরী হবার পর কালিয়াগঞ্জ শহরের চেহারা যে বদলে যাবে তা শহরের মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যাচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});