December 24, 2024

বিন্জলা ফিল্মস র চমক

1 min read

আমরা সকলেই জানি বিন্জলা ফিল্মস সর্বদা মানবিক জিনিস নিয়ে সিনেমা করতে ভালোবাসে। যেরকম কমেডি নিয়ে ভরপুর তেমনি মানবিকতার দিক দিয়ে চমকপ্রদ ছবি উপহার দেয়। কিছুদিন আগে রিলিজ হয়েছে ” আই এম নট এ ভার্জিন ” যেটি কিছু নিম্ন মানসিকতার মানুষদের উদ্দেশ্য করেবানানো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে এই ছবি টি ।। ভার্জিন থাকা টা যে কোনো একটা পারফেক্ট মেয়েকে বোঝায় একদমই কিন্তু তা নয় সেটি এই ছবি টায় স্পষ্ট ভাবে বুঝিয়েছে। সুমিত বিন্জলা এবং সন্দীপ বিন্জলা র লেখায় এই ছবি টি যেটায় কাজ করেছে রেনি , বিলকিস এবং সুমিত ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

।সুমিত বিন্জলা র ডিরেকশন এ এই ছবি টি সকল মানুষের মন কেড়ে নিয়েছে ।। আমরা অনুরোধ করব এইরকম আরো শিক্ষামূলক ছবি উপহার দিয়ে সকল মানুষের নিচু মন টা পরিবর্তন করার জন্য।। বর্তমানের কথা থেকে এই ছবি র জন্য রেটিংস রইলো ( ৪.৮/৫ )


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *