December 22, 2024

শিশুদের অনলাইন একক মূকাভিনয় প্রতিযোগিতা আয়োজনে – দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ।

1 min read

শিশুদের অনলাইন একক মূকাভিনয় প্রতিযোগিতা আয়োজনে – দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ।

ব্যাস্ততাময় জীবন যেন হঠাৎ থমকে গিয়েছে সকলের কোরোনার হাত থেকে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার একটিই উপায় ঘরবন্দী | স্কুল, কলেজ, অফিস সবই বন্ধ | ছোটদের বেরোনোও বন্ধ বাড়িতে তাদের সামলাতে হিমশিম অভিভাবকেরা |ঘরবন্দি শিশুদের কিছুটা আনন্দ দিতে সেই কথা মাথায় রেখেই দেবীনগর জাগরী থিয়েটার গ্ৰুপ একটি অনলাইন প্রতিযোগিতার কথা ভেবেছে | ১০ বছর পর্যন্ত ছেলে মেয়েদের যেমন খুশি অনলাইন একক মূকাভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

আগামী ১৪ই এপ্রিল রাত্রি ১২টার মধ্যে যে কোনো বিষয়ের উপরে অনধিক ৩ মিনিটের একক মূকাভিনয়ের ভিডিও নিজের নাম ফোন নম্বর ও জন্মের প্রমানপত্রের ছবি সহ 7501876680 হোয়াটস অ্যাপ নম্বরে পাঠানো যাবে | সফল প্রতিযোগীদের পুরষ্কৃতও করা হবে । জাগরী থিয়েটার গ্রুপের কর্ণধার শান্ত লাহা জানান, এই যুগে একপ্রকার আবদার থেকে বাঁচতেই অভিভাবকেরা ছোটদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন গেম অথবা ভিডিওতেই মগ্ন হয়েছে পড়ছে, তাই তাদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি বাড়াতেই আমাদের অনলাইন একক মূকাভিনয় প্রতিযোগিতা একটি ছোট্ট প্রয়াস |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *