December 22, 2024

আজও ফুটবল কোচ মোহন সেনগুপ্তের নেশা তাকে পেয়ে বসেছে জেলায় উন্নতমানের ফুটবলার তৈরি করা

1 min read

আজও ফুটবল কোচ মোহন সেনগুপ্তের নেশা তাকে পেয়ে বসেছে জেলায় উন্নতমানের ফুটবলার তৈরি করা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলায় হাতে গোনা যে কয়েকজন ফুটবল কোচ আছেন তার মধ্যে মোহন সেনগুপ্ত অন্যতম কোচ হিসাবেই আজও সমাদৃত।মোহন বাবুর চিরদিনের স্বভাব প্রচারের আলো থেকে সবসময় দূরে থাকা। তার একটাই কথা আমার প্রচার না করে বরং আমার উঠতি ফুটবলারদের প্রচার করলে ওরা উৎসাহিত হবে।

ওদেরকে তৈরি করার জন্যইতো সব সময় স্বপ্ন দেখি।মোহনবাবুর ফুটবল খেলায় আসা রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবনের পঞ্চম শ্রেণীর ছাত্র থাকার সময় বিদ্যালয়ের শিক্ষক ঝন্টু ঘোষের হাত ধরে।ঝন্টু ঘোষ বিদ্যালয়ে একটি টিম গঠন করে তিনিই প্রশিক্ষণ দিয়ে এসেছেন।ধীরে ধীরে ঝন্টু ঘোষের নেতৃত্বে প্রশিক্ষনের ফলে রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবন টিমটি মজবুত হয়ে ওঠে।

পরবর্তীতে রামকৃষ্ণ বিদ্যাভবন জেলায় প্রথম ফুটবল লীগ খেলায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।এই ফুটবল টিমে সেই সময়কার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন মোহন সেনগুপ্ত। মোহন বাবু ছাড়াও অসীম দাস,প্রবীর ভট্টাচার্য,বিকাশ রায় এবং নবীন ভাদুরির মত ফুটবল খেলোয়াড়েরা সেই সময় উত্তর দিনাজপুর জেলার গর্ব ছিল।দশম শ্রেণীতে যখন মোহনসেনগুপ্ত পড়তেন সেই সময় রায়গঞ্জ সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন ফুটবল লীগ নামালে মোহন সেনগুপ্ত রায়গঞ্জ বিচিত্রা ক্লাবের হয়ে প্রথম আত্ম প্রকাশ করেন।দশম শ্রেণীতে যখন মোহনসেনগুপ্ত পড়তেন

সেই সেই সময় মোহন সেনগুপ্ত অসাধারন ফুটবল খেলার সুবাদে পরবর্তী বছরে সুভাষ সরকারের হাত ধরে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবে প্রবেশ করেন।আজও মোহন সেনগুপ্ত সেই রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের কোচ হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।কোচ মোহন সেনগুপ্ত বলেন ভালো কোচ হতে গেলে আগে একজন দক্ষ ফুটবলার হতে হবে। মোহন সেনগুপ্ত ঊনিশের দশকে আই এফ এর ব্যবস্থাপনায় সল্টলেকে ভারতবর্ষের বিখ্যাত ফুটবল কোচ অমল দত্তের কাছে দুই মাস ধরে ফুটবল কোচের প্রশিক্ষণ নেন।এর পর জেলায় ফিরে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে রায়গঞ্জে ভালো ফুটবলার তৈরির কাজে নেমে পড়েন।মোহনবাবু বলেন কোচ হিসেবে আমার কাজ শুধু ফুটবলার তৈরি করাই ছিলনা,আমার কাজ ছিল কি ভাবে ভালো খেলোয়াড় তৈরি করা যায় সেই কারণে বিভিন্ন গ্রামে গিয়ে ফুটবল খেলার প্ৰতি আকর্ষণ বাড়িয়ে ফুটবল খেলার জন্য সদস্য সংগ্রহ করে কোচিং ক্যাম্পের সদস্য সংগ্রহ করা।রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠই ছিল ফুটবল খেলোয়াড় তৈরি করবার আতুর ঘর।মোহনবাবু বলেন তার এই ফুটবলের আঁতুরঘর থেকে নামি দামি এমন অনেক ফুটবলার তৈরি করতে পেরেছি যারা কলকাতা লীগ সহ ভারতবর্ষের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে।যেমন অরিজিৎ ঘোষ,দেবব্রত চাকী, মনোজিত দাস,সুদীপ্ত নিয়োগী, নিরোজ দার্জি,রাজ কান্ত ঝাঁ, লাল ভৌমিক,টাপু চক্রবর্তী,স্বপন ঘোষ,চঞ্চল জমাদার দীপংকর ভৌমিক,সাগর গিরি,পলাশ মার্দি,পাপাই ভৌমিক,জয় চক্রবর্তী,রাজীব ঘোষ,রঞ্জন গুহ কমলদেব পাসমান, মান্তু দে,অনন্ত দে, কৃষ্ণ কাহার, পঙ্কু দে,প্রবীর সরকার,বাবলু মহম্মদ ও কমল চাকী।কোচ মোহন সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেন এই সমস্ত ফুটবলারদের নিয়ে তার গর্ব করতে ভালো লাগে।এরা দিনাজপুর জেলার ফুটবলের সম্পদ।এদের মধ্যে অনেকেই ইস্টার্ন রেলওয়ে,কেও এয়ার ইন্ডিয়া কেওবা কলকাতার মাঠে প্রথম ডিভিশনের খেলায় আবার কেও আসামের প্রথম ডিভিশনের খেলায় অংশগ্রহণ করে আমার জেলার কোচিং ক্যাম্পের নাম উজ্জ্বল করেছে।মোহন বাবু বলেন আমার স্বপ্নকে আমি স্বার্থক রূপ দিতে পেরেছি তখনই যখন আমার কোচিং ক্যাম্পের প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেরা কলকাতা সহ দেশের বিভিন্ন মাঠ থেকে মাঠ কাঁপিয়ে বেরানোর খবর আমার কাছে আসতো।মোহনবাবু একদিকে যেমন ভালো ফুটবলার,অন্যদিকে উন্নতমানের কোচ এছাড়াও তিনি একজন ভালো রেফারি।তিনি কলকাতা রেফারি এসোসিয়েশনেরও সদস্য।সেই আনন্দ ও উৎসাহ নিয়ে আজ ও সমানতালে মোহন সেনগুপ্ত উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠে উন্নত ফুটবল খেলোয়াড় তৈরি করবার প্রতিশ্রুতি পালন করে চলেছেন ৬১ বছর বয়সেও প্রতিদিন সকাল বিকালে

15 thoughts on “আজও ফুটবল কোচ মোহন সেনগুপ্তের নেশা তাকে পেয়ে বসেছে জেলায় উন্নতমানের ফুটবলার তৈরি করা

  1. Fai un paio di clic, inserisci i tuoi dati e l indirizzo per la consegna cialis 5mg best price Our pharmacy employs only qualified pharmacists who are always ready to help navigate the diversity of popular Rx medicines and rare generic drugs, provide quality advice

  2. CIALIS tadalafil , an oral treatment for erectile dysfunction, is a selective inhibitor of cyclic guanosine monophosphate cGMP -specific phosphodiesterase type 5 PDE5 canadian pharmacy cialis 20mg With an effect of that magnitude and a world standard of quality, it s no wonder the drug receives many positive responses from men of various ages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *