মুকুন্ধার ঐক্য সংঘ দুস্থদের পাশে হাত বাড়িয়ে দিল
1 min readমুকুন্ধার ঐক্য সংঘ দুস্থদের পাশে হাত বাড়িয়ে দিল
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর--সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভেলাই এর মুকুন্ধার ঐক্য সঙ্ঘ লকডাউনের জেরে গরীব ও দুস্থ্য ব্যক্তিদের হাতে চাল, আলু, সয়াবিন খাদ্য দ্রব্য তুলে দিল।
ক্লাব সদস্য দীপঙ্কর চক্রবর্তী,সিতেশ বর্মন, সঞ্জয় মহন্ত,জিতেশ বর্মনও মানিক চক্রবর্তী জানান তাদের ক্লাবের পক্ষ থেকে
সাধ্যমত আনুমানিক ৭0 জন দুস্থদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলে প্রাপকেরা ভীষন খুশি হয়।পরবর্তীতে তারা আবার চেষ্টা করবেন দুস্থদের আর কি ভাবে সাহায্য করা যায়।