December 23, 2024

করোনা প্রতিরোধ কালিয়াগঞ্জ থানা,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সহ কালিয়াগঞ্জ পৌর সভা সহ বিভিন্ন সংগঠন ব্যপক প্রচারে

1 min read

করোনা প্রতিরোধ কালিয়াগঞ্জ থানা,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সহ কালিয়াগঞ্জ পৌর সভা সহ বিভিন্ন সংগঠন ব্যপক প্রচারে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–ভারত বর্ষ সহ পৃথিবীর একমাত্র আলোচ্য বিষয় নবেল করোনা ভাইরাস।এই ভাইরাস শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে মারন রোগ হিসাবে দেখা দেওয়ায় অর্থবান এবং হত দরিদ্র মানুষদের এই একটা ব্যাপারে এক খানে আনতে পেরেছে। তাই অর্থকে পিছে ফেলে কি করে এই করোনা ত্রাস ও আতঙ্ক থেকে মুক্তি পাওয়া যায় সবাই তাই রাস্তায় নেমে পড়েছে।সরকারি বেসরকারি ভাবে এই মারন ভাইরাসকে নির্মূল করা যায় তা নিয়েই কি ভাবে এই মারন ভাইরাসকে পৃথিবী থেকে উৎখাত করা যায় সেটাই এখন আলোচ্য বিষয়।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি প্রচারের মাধ্যমে মানুষকে আতঙ্কিত না হবার পরামর্শ দেবার সাথে সাথে কালিয়াগঞ্জ বাসীদের কি ভাবে এর থেকে রক্ষা ওয়াওয়া যায় তা হ্যান্ডবিলের মাধ্যমে ও মাইক যোগে সর্বত্র প্রচার শুরু করেছে।কারন যারা প্রচার করছে তাদেরও যেমন রাতের ঘুম করে নিয়েছে তেমনি যাদের জন্য প্রচার করা হচ্ছে তাদেরও ঘুম চলে গিয়েছে।কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন এই বিপদের হাত থেকে বাঁচবার একমাত্র উপায় কঠোর নিয়ম মেনে চলা।যার কোন বিকল্প নেই।

কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা বলেন সরকার থেকে ব্যবস্থা নিলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।তিনি বলেন দিল্লি ট্রেন থেকে যাত্রীদের কোন চেকিং ব্যবস্থা আজ পর্যন্ত সরকার করতে পারেনি।কেন আজ পর্যন্ত6 রায়গঞ্জ স্টেশন এবং কালিয়াগঞ্জ স্টেশনে ভিন রাজ্য থেকে আসা যাত্রীদের চেকিং করবার জন্য বার বার বলার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি?কাজের চেয়ে মিটিং বেশি হলেও আসল কাজ করবার কোন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সাধারণ মানুষ এই কারনে রেল প্রশাসন ও জেলা প্রশাসনের কাজে ক্ষোভ প্রকাশ করে।শুধু বিডিও অফিসে বা পৌর সভায় হাত ধোবার ব্যবস্থা করলেই দায়িত্ব পালন সব শেষ হয়ে যায়না।কালিয়াগঞ্জ রেল স্টেশনে ও রায়গঞ্জ স্টেশন দিয়ে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক যাত্রীরা দিল্লি ট্রেনে আসছে বিভিন্ন রাজ্য থেকে।

অথচ প্রশাসনের কোন হেলদোল নেই।সত্যি ই অবাক হবারই কথা।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে করোনা ভাইরাসে সতর্কতা ব্যবস্থা নিল কালিয়াগঞ্জ পৌরসভা।কালিয়াগঞ্জ শহর জুড়ে পৌর সভার পক্ষ থেকে শহরের মানুষদের সচেতন করতে নানাবিধ পরামর্শ দেওয়া হয়।সমস্ত রেস্তোরা, হোটেল বন্ধ রাখার আহ্বান জানানো হয়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন শহরের জনগন যাতে কোনভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত না হতে পারে তার জন্য প্রার্থমিক সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *