October 24, 2024

ইটাহার পুলিশ স্টেশনে হ্যান্ডওয়াশ স্টেশন চালু – উদ্যোগে ড: তাপস পাল ও ইটাহার থানার ও. সি অভিজিৎ দত্ত:

1 min read

ইটাহার পুলিশ স্টেশনে হ্যান্ডওয়াশ স্টেশন চালু – উদ্যোগে ড: তাপস পাল ও ইটাহার থানার ও. সি অভিজিৎ দত্ত

তনময় চক্রবর্তী সারাবিশ্ব এখন করোনা ভাইরাস নামক মহামারীর মোকাবিলায় ব্যস্ত ; ভারত এখন দ্বিতীয় ধাপে রয়েছে, এই করোনার ভয়ঙ্কর থাবা তৃতীয় ধাপে যাতে না পৌঁছয় তাই এখন মূল লক্ষ্য | ভারতবর্ষ জুড়ে যার জন্য বিভিন্ন ব্যাবস্থাপনা নেওয়া হচ্ছে |

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড:তাপস পাল জন সুরক্ষার সার্থে রায়গঞ্জ পৌরসভার পৌরপিতার কাছে মোবাইল হ্যান্ডওয়াশ/সানিটাইজেশন স্টেশন এর জন্য প্রস্তাবনা দেন | এই প্রস্তাব পৌরসভা কর্তৃক গৃহীত হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে রায়গঞ্জের জনবহুল দশটি এলাকায় এই ব্যবস্থাপনা করা হয় |তাপস বাবু সকলকে সচেতন করে স্বচ্ছতার সাথে

 

‘করোনা মুক্ত উত্তর দিনাজপুর-এর ডাক দিয়েছেন’, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ও. সি অভিজিৎ দত্ত | ২০শে মার্চ ২০২০ ইটাহার থানায় ড: পাল এই প্রস্তাব দেন এবং তার সাথে নিজ ব্যয়ে একটি সচেতনতা মূলক পোস্টারও দেন |

ইটাহার থানার ও. সি অভিজিৎ দত্ত সাথে সাথে এই প্রস্তাবকে বাস্তব রূপ দেন ; থানায় ঢোকার আগে হ্যান্ডওয়াশ স্টেশন তৈরী করেন | ‘চাই করোনা মুক্ত উত্তর দিনাজপুর’- বললেন ড: তাপস পাল ও ইটাহার থানার ও. সি অভিজিৎ দত্ত |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *