মানুষ দের কে সচেতন করলেন বিধায়ক মনোদেব সিনহা
1 min readউত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের তৃণমূল কংগ্রেসের পাটি অফিসের সামনে নভেল করোনা ভাইরাস না ছাড়ায় তার জন্য মানুষ দের কে সচেতন করলেন বিধায়ক মনোদেব সিনহা । মাক্স ও সেনেটারী সামগ্রি ও সাবান বিতরণ ও মুখে মাক্স পরিয়ে দিলেন ও স্বর্ণ জয়ন্তী দলের হাতে তুলে দিলেন মাক্স এর সামগ্রিক।আজ করনদিঘী বিধানসভার দিরঘ্দিনের সমস্যার কথা শুনে
মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চারখানা এম্বুলেন্স ও করনদিঘী বিধায়ক দিলেন । আজকে করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা হাসপাতালের ভারপ্রাপ্ত ডাঃ ইমাম গজলি কে দুটি এম্বুলেন্সের দিলেন। বিধায়ক বলেন করনদিঘী হাসপাতালে ভালো এম্বুলেন্স না থাকার কারণে এবং রোগীদের ও গর্ভবতী মায়েদের জন্য রোগীরা
যাতে তারাতারি বিভিন্ন হাসপাতালে পৌচাতে পারে তার জন্য করনদিঘী ব্লকে চার খানা এম্বুলেন্স দিলেন বিধায়ক মনোদেব সিনহা । তিনি বলেন এর ফলে করনদিঘী ব্লকের রোগীদের চিকিৎসা জন্য খুব তারাতারি বিভিন্ন হাসপাতালে পৌচাতে পারবে । করনদিঘী বিধানসভার জনগণ এম্বুলেন্স পেয়ে খুবেই খুশী।