করোনা ভাইরাস এর মোকাবেলায় উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরে প্রশিক্ষণ শিবির হল জেলার কর্ণজোড়া য়
1 min readকরোনা ভাইরাস এর মোকাবেলায় উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরে প্রশিক্ষণ শিবির হল জেলার কর্ণজোড়ায়
পিয়া চক্রবর্তী করোনা ভাইরাসের মোকাবেলায় জেলার কোন জায়গায় যদি কেউ বুজরুকি র আশ্রয় নেয় তাহলে তারা সেটা মানবে না। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর প্রশাসনের সাহায্য চাইল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করো না ভাইরাসের মোকাবেলায় যে গোমূত্র পান করা হয়েছে সেটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। এটাতে বিশ্বাস করেনা জেলা স্বাস্থ্য দপ্তর।
উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিএন প্রধান সাংবাদিকদের একথা জানান।তিনি বলেন জেলা জুড়ে তারা বিজ্ঞানসম্মত উপায়ে করোনা ভাইরাসের মোকাবেলায় চিকিৎসা করা হচ্ছে।তিনি বলেন গোমূত্র পান এটা সম্পূর্ণ ও বৈজ্ঞানিক পদ্ধতি এটাতে বিশ্বাস করেনা স্বাস্থ্য দপ্তর। তাই এটাকে কিভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে প্রশাসনের সাহায্য চান তিনি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরো
বলেন আজ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি বিশেষ জরুরী সভার আয়োজন করা হয়েছিল যেখানে জেলার বিভিন্ন জায়গার চিকিৎসক থেকে আরম্ভ করে হাসপাতালে বি এম ও এইচ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য দফতরের কর্মীরা অংশগ্রহণ করে।
যেখানে মূল আলোচ্য বিষয় ছিল করোনাভাইরাস এর মোকাবেলায় কিভাবে প্রাথমিক চিকিৎসা করা যাবে।
সে ব্যাপারে হাতেনাতে একটি প্রশিক্ষণ শিবির হয়। যেখানে মাক্স পড়া থেকে এই চিকিৎসা কিভাবে করতে হবে প্রাথমিকভাবে সে ব্যাপারেও বিশেষজ্ঞ ডাক্তাররা প্রশিক্ষণ দেয়।