December 23, 2024

করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন।

1 min read

করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন।

করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন। বুধবার চোপড়া ব্লকের বাংলা-বিহার সীমান্ত এলাকায় চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিনের উপস্থিতিতে পুলিশ ও ব্লক স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাংলা-বিহার সীমান্ত এলাকার

  সড়কে কড়া নজরদারীর মধ্যে বিহার থেকে বাংলায় প্রবেশ করা বাসিন্দাদের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে সচেতন করাও হচ্ছে। এছাড়া বাংলা-বিহার সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীদের অভিযান চালানো হচ্ছে। বিন্দুমাত্র সন্দেহ হলেই তাঁদের নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। এসবই চলছে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন সাহেবের কড়া নজরদারীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *