করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন।
1 min readকরোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন।
করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রশাসন। বুধবার চোপড়া ব্লকের বাংলা-বিহার সীমান্ত এলাকায় চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিনের উপস্থিতিতে পুলিশ ও ব্লক স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাংলা-বিহার সীমান্ত এলাকার
সড়কে কড়া নজরদারীর মধ্যে বিহার থেকে বাংলায় প্রবেশ করা বাসিন্দাদের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে সচেতন করাও হচ্ছে। এছাড়া বাংলা-বিহার সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মীদের অভিযান চালানো হচ্ছে। বিন্দুমাত্র সন্দেহ হলেই তাঁদের নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। এসবই চলছে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন সাহেবের কড়া নজরদারীতে।