পাঁচ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠছে রায়গঞ্জের কর্নজোড়ায়-
1 min readপাঁচ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠছে রায়গঞ্জের কর্নজোড়ায়-
তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর)–পাঁচ কোটি টাকা ব্যয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায় ১০বিঘা জমির উপর অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। জানা যায় এই স্পোর্টস কমপ্লেক্সে ব্যাড মিন্টন,লনটেনিস,ক্রিকেট, ফুটবল,ভলিবল,দাবা সহ ইন্ডোর ও আউটডোরে একাধিক খেলার বন্দোবস্ত এখানে থাকবে বলে জানা যায়।জানা যায় সম্পুর্ন নিখরচায় এই স্পোর্টস কমপ্লেক্সে দরিদ্র ঘরের ছেলেমেয়েরা প্রশিক্ষনের ব্যবস্থা নিতে পারবে।
উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের দাবি রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় খেলা ধুলার মান পূর্বের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েরা।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এক সাক্ষাৎকারে বলেন উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েরা খেলা ধুলার প্রতি যথেষ্টই আগ্রহী। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন আমাদের জেলা থেকে জাতীয় স্তরে এবং এশিয়ান গেমসে অনেকেই অংশগ্রহণ করেছে এবং সাফল্য পেয়েছে।আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসন চায় উত্তর দিনাজপুর জেলা খেলা ধুলায় আরো এগিয়ে যাক।জেলার ছেলে মেয়েদের খেলা ধুলার প্ৰতি আগ্রহী করে তুলতেই জেলা প্রশাসনের এই প্রয়াস।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানান উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্দ্যোগকে তিনি অভিনন্দন জানান।কর্নজোড়ায় নির্মিত এই ধরনের স্পোর্টস কমপ্লেক্স উত্তর দিনাজপুর জেলায় মাঠের সঙ্কট মেটাতে খেলাধুলার ক্ষেত্রে যুগান্তকারী পরিবেশ করবে।যা এক কথায় অভাবনীয়।ক্রীড়া প্রশিক্ষক রাজা চন্দ রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন এই জেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে কিন্তূ উপযুক্ত পরিকাঠামো না থাকার কারনে তারা কিছু করতে পারেনা।উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ এক সাক্ষাৎকারে বলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক যেভাবে উদ্যোগ নিয়ে এই স্পোর্টস কমপ্লেক্সের মত বিরাট একটি কাজ জেলার খেলোয়াড়দের জন্য করছেন তা অভিনন্দন যোগ্য।তিনি উত্তর দিনাজপুরের ছেলেমেয়েদের খেলাধুলার উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করেছেন। এর আগের জেলা প্রশাসনের কর্মকর্তারা এসব দিকে নজরই দিতেন না।এই স্পোর্টস কমপ্লেক্স উত্তর দিনাজপুর জেলার খেলাধুলার ক্ষেত্রে একটা দিক নির্ণয় করবে বলেই তার বিশ্বাস।আগামী কয়েক মাসের মধ্যেই নবনির্মিত কর্নজোড়া স্পোর্টস কম্প্লেক্সের উদ্বোধন হবার কথা।এখন শুধু সময়ের অপেক্ষা।