October 24, 2024

রোববারেরসাহিত্যআড্ডার নিবেদন রাঙিয়েদিয়েযাও

1 min read

রোববারেরসাহিত্যআড্ডার নিবেদন রাঙিয়ে দিয়ে যাও

তপন চক্রবর্তী–ইসলামপুরের রোব বারের সাহিত্য আড্ডার নিবেদন”রাঙিয়ে দিয়ে যাও” অনুষ্ঠানের শুরুতেই সবাইকে অভিনব আবির তিলকে ভূষিত করা হয়৷ তারপর আলোচনা, ব্যক্তিগত অভিজ্ঞতা, নাচ-গান-বাচিক উপস্থাপনা-সাহিত্যপাঠ প্রভৃতি বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়৷

প্রবাসের উৎসব প্রসঙ্গে আলোচনায় থাইল্যান্ড, ব্যাংকক, কম্বোডিয়ার মানুষের আচার, খাদ্যাভ্যাস, ধর্মীয় রীতিনীতি নিয়ে মনোগ্রাহী আলোচনা করেন দোয়েল সমাজপতি। উত্তর বাংলা তথা ডুয়ার্সের দোল ও কাদাখেলা নিয়ে আলোচনা করেন কর্ণদেব রায়, বাঁকুড়া ও বীরভূম ও পুরুলিয়ার হোলি নয়ে আলোচনা করেন মৌসুমী নন্দী৷ বিহারের রঙের উৎসব বর্ণনা করেন রত্না পোদ্দার, অসমের দোল ও

রঙ খেলা সম্পর্কে বিস্তারিত বলেন শ্রীমতি জয়ন্তী মন্ডল৷ বিভিন্ন রাজ্যে দোলের বিভিন্ন রীতি ও সংস্কৃতি, হোলিকা বধ, বুড়ির ঘর পোড়ানো ইত্যাদি বিভিন্ন দি নিয়ে যারা সুচারু আলোচনা করেন তাদের মধ্যে অন্যতম দ্বিজেন পোদ্দার, নিশিকান্ত সিনহা, ড. বাসুদেব রায় প্রমুখ৷ কবিতা পাঠ ও বাচিক

উপস্থাপনায় অংশগ্রহণ করেন ভবেশ দাস, উজ্জ্বল দত্ত, অভিজিৎ আচার্য , কথিকা সিনহা, স্বপ্না উপাধ্যায়, মৃদুলা শিকদার প্রমুখ৷ উদ্বোধনী সঙ্গীত শ্রেয়শ্রী সাহা, সঙ্গীতে অপর্ণা দাস মণ্ডল, স্বপ্না উপাধ্যায়, লোক সঙ্গীতে কর্ণদেব রায় ও প্রাণগোপাল বালা৷ নৃত্যV পরিবেশন করেন শিশুশিল্পী ত্রৌসার্ত্রিক নন্দী৷ইংরেজি সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন দিশা পোদ্দার।অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন নিশিকান্ত সিনহা ও সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্পাদক প্রসূন শিকদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *