বেকারত্ব ঘোচাতে মাশরুম চাষ করছেন মহিলারা ইসলামপুরে
1 min readবেকারত্ব ঘোচাতে মাশরুম চাষ করছেন মহিলারা ইসলামপুরে
দেবব্রত চক্রবর্তী বেকারত্ব ঘোচানোর পাশাপাশি মহিলারা স্বনির্ভর হয়ে উঠতে ইসলামপুরের বিভিন্ন এলাকায় মাশরুম চাষে উদ্যোগী হচ্ছেন বাসিন্দারা। ইসলামপুরে চাহিদা থাকলেও বাজার গড়ে না ওঠায় বিভিন্ন বীজ কোম্পানীর মারফত অন্যত্র চলে যাচ্ছে মাশরুম।
ইসলামপুরের জীবন মোড় এলাকার বাসিন্দা বেকার যুবক নেপাল দত্ত বেকারত্ব ঘোচাতে নিজের বাড়িতেই মাশরুম চাষের উদ্যোগ নিয়ে জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি এলাকার আর্থিক দিক থেকে অস্বচ্ছল স্থানীয় মহিলাদের স্বনির্ভর করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে নেপালবাবু। নেপালবাবু জানিয়েছেন, কোম্পানীর থেকে বীজ নিয়ে উৎপাদিত মাশরুম ফের কোম্পানীকেই বিক্রি করে দিচ্ছেন।
মাসে প্রায় দুই কুইন্টালের অধিক মাশরুম উৎপাদন হচ্ছে। যা থেকে এই মুহূর্তে নয় জন মহিলা কর্মচারী সহ নেপালবাবুর সংসারে আর্থিক স্বচ্ছলতা এসেছে।
তবে এখানে ২৫-৩০ জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা বর্তমান। মাশরুমের অনেক উপকারিতা রয়েছে তবে এরাজ্যে সরকারের তরফে কোনও উদ্যোগ না থাকায় এখানকার উৎপাদিত মাশরুম অন্য রাজ্যে চলে যাচ্ছে। এখানে মাশরুমের বাজার তৈরি হলে বেকারদের কর্মসংস্থানের এক দিক খুলতে পারে।