”আবির- দোল-বসন্ত / কবিগুরু জীবন্ত” – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার ঐতিহ্য সমন্বয়ে ড: তাপস পালের এই শব্দ বাক্যেই মন্ত্রিত হলো অনাথ আশ্রমের শিশুরা
1 min read”আবির- দোল-বসন্ত / কবিগুরু জীবন্ত” – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার ঐতিহ্য সমন্বয়ে ড: তাপস পালের এই শব্দ বাক্যেই মন্ত্রিত হলো অনাথ আশ্রমের শিশুরা
দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ-এর তরফে ৯ই মার্চ ২০২০, ৩৪ নং জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম প্রাঙ্গনে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘মানবিক বসন্ত উৎসব’ | বসন্তের রঙের উৎসব আয়োজনে জাগরী থিয়েটার গ্রুপ-এর কর্ণধার শান্ত রাহা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড: তাপস পাল, ছিলেন সাংবাদিক অলোক দাস, ছাত্র-গবেষক প্রহ্লাদ মন্ডল, জ্যোতির্ময় দেবনাথ, দীপক মন্ডল, বিষ্ণু সরকার | এদিন ড:পাল সকল শিশুর হাতে বাংলার ভালোবাসাকে আরও রঙিন করতে কবিগুরু’র অবয়ব তুলে দেন | ‘আবির দোল-বসন্ত / কবিগুরু জীবন্ত’ –
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কবিগুরু’র শান্তিনিকেতনের ঐতিহ্য সমন্বয়ে ড: তাপস পালের এই শব্দ বাক্যেই মন্ত্রিত হলো রায়গঞ্জ অনাথ আশ্রমের শিশুরা |
স্থিতিশীল সমাজ গড়ে তলায় ব্রত ড: তাপস পালের কথায় ‘রঙের উৎসবে রঙিন হোক সব, শুভ বুদ্ধি, শিক্ষা ও সমাজ-পরিবেশ সচেতনতার সাথে |
বাঙালির ভালোবাসা কবিগুরু’র ঐতিহ্য বর্তমান প্রজন্ম দ্বারা আহত হয়েছে ; তাই শিশুরা যাতে ভুল পথে না যায় এই ভবিষৎ প্রজন্ম যেন বাংলা ও বাঙালির সন্মান রক্ষার্থে সর্বদা ব্রতী হয়, সেই জন্যই তার এই ছোট্ট প্রয়াস’ |